সোনাগাজী
ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন
ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার চরদরবেশ ইউনিয়ের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসীরা। পরে পুলিশ ফায়াস সার্ভিসকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় নজরুল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়াতনের কক্ষটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে ওই কক্ষে থাকা সব আসবাবপত্র, কম্পিউটারসহ সববিছু পুড়ে ছাই হয়ে গেছে।
নির্বাচন অফিস থেকে জানা গেছে , চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৩৫৪ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন: নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বলেন, স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে।
সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভোটের সময় নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাসনিম হোসাইন বলেন, আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: নাটোর-১ আসন: নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
১০ মাস আগে
সোনাগাজীতে বসত ঘর থেকে মা-সন্তানের লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজীতে নিজ বসতঘরে মায়ের ঝুলন্ত ও খাটের উপর থেকে সন্তানের লাশ পাওয়া গেছে।
সোমবার (৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের কাজিকোনা এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে মো. ইমরান হোসেন ইয়ামিন (৬)।
অপর সন্তান ইরফান হোসেন আরাফাতকে (১৩ মাস) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই নারী তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন। তবে নিহত হাজেরা খাতুন মনির মা আয়েশা আক্তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার জন্য জামাই সোহেলকে দায়ী করেছেন।
তিনি বলেন এনজিও সংস্থা থেকে লাখ টাকা ঋণ নিয়ে না দেওয়াতে ক্ষিপ্ত হয়ে সোহেল হত্যাকাণ্ড ঘটায়।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারে কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী মনিরের ঝগড়া হতো। স্থানীয়দের ভাষ্যমতে কলহের জের ধরে গৃহবধূ‚ মনি দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান জানান, পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
পরে শিশু আরাফাতকে তার পিতা চিকিৎকার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: যশোরের জেল পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
সোনাগাজীতে ১৬ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে মামলার ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. পারভেজকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার কারাগারে পাঠানো হয়।
আসামি পারভেজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর কাবিল ভূঁঞা বাড়ির মৃত বজলুর রহমান ভূঁঞার ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ২০টি স্বর্ণের বার ছিনতাই, গ্রেপ্তার ১
পুলিশ জানায়, ২০০৭ সালে সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুলের বাসার গৃহকর্মী বান্ধবীদের মুহুরি প্রজেক্টে বেড়াতে যান। সেখানে পারভেজসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। অপমান সইতে না পেরে বাসায় ফিরে পরদিন ভোরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ওই গৃহকর্মী মারা যায়। মৃত্যুকালীন জবানবন্দীতে সে সংঘবদ্ধ ধর্ষণের কথা পুলিশকে জানিয়ে যায়।
২০১৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পারভেজসহ চারজনকে যাবজ্জীবন সাজা দেন। যাবজ্জীবন সাজার সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে
হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম। উপজেলার চর খন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় নদীর পাশ থেকে রবিবার সন্ধ্যায় আহত অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।
ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি জানান, রবিবার বিকালে সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার গ্রামে নদীর পাশে আহত অবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে উপজেলা বন বিভাগকে জানানো হয়। পরে ফেনীর সামাজিক বন বিভাগ ও ফেনীর প্রাণিবিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এসে শকুনটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: সঙ্খ নদীর বেড়িবাঁধের ওপর পড়েছিল বিরল প্রজাতির শকুনটি
সোনাগাজী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শকুনটি উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের তত্ত্বাবধানে দেয়া হয়েছে। শকুনটি সুস্থ হলে অবমুক্ত করে দেব।
ফেনীর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম বলেন, উদ্ধার হওয়া বিরল প্রজাতির হিমালয়ান শকুনটি সুস্থ হলে ঢাকার বন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ঢাকায় পাঠানো হবে কিংবা ফেনীতে অবমুক্ত করা হবে।
বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ২০ কেজির বেশি ওজনের বিশাল আকৃতির হিমালয়ান শকুনটি ঠান্ডার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উষ্ণ আবহাওয়ার সন্ধানে বাংলাদেশে এসেছে। এটি ডানা মেলে প্রায় সাড়ে ৫ ফুট। উচ্চতা আড়াই ফুটের ওপরে।
আরও পড়ুন: ভোলায় আরও একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
চিকিৎসার পর বন বিভাগ কার্যালয়ে বিলুপ্তপ্রায় শকুন
১ বছর আগে
বালু উত্তোলন নিয়ে বিরোধ, বারইয়ারহাট পৌর মেয়রসহ ৩ জন গুলিবিদ্ধ
ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম খোকনসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার জন্য সকালে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে ফেনীর সোনাগাজীর এক চেয়ারম্যানের নেতৃত্বে তাদের ওপর গুলি চালানো হয়। এতে খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়।
আহত অন্য দু’জন হলেন-যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূর হোসেন মামুন জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফেনীর সোনাগাজীতে বারইয়ারহাট পৌর মেয়রসহ তিনজনের ওপর অর্তকিত হামলা চালিয়ে মেয়রসহ তিনজনকে আহত করেছে।
২ বছর আগে
ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, ৩ জনের ফাঁসি
ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলার ১৯ বছর পর তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এই রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফকির আহমদের ছেলে আবুল কাশেম, আবদুর রশিদের ছেলে মো. লাতু ও আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম। অভিযোগ প্রমাণ না হওয়ায় একই এলাকার রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুককে বিচারক এ মামলা থেকে খালাস দিয়েছেন
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্তদের দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডিত সব আসামি পলাতক ছিলেন। শুধু খালাস পাওয়া ফারুক উপস্থিত ছিলেন।
মামলান বিবরণে জানা যায়, নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরী মেয়েকে ধর্ষণ করেন দণ্ডিতরা।
এ ঘটনার পরের দিন মেয়ের মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেয়।
আইনজীবী ফরিদ আহমদ বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের গ্রেপ্তার হওয়ার দিন থেকে এ রায় কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।
পড়ুন: খুলনায় স্ত্রী ও কন্যা হত্যায় একজনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: রাজধানী থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
২ বছর আগে
ফেনীতে সবজির আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১
ফেনীর সোনাগাজীতে বাড়ির পাশে সবজির আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই চাষির বাগান থেকে অন্তত তিনটি বড় গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. আবুল কালাম (৪২) সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মৃত মীর আহম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খালেদ হোসেন জানান, কালাম একজন গাঁজাসেবী। গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। তাই নিজের বাড়ির পাশে খালপাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। স্থানীয়রা এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পায় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজা গাছসহ কালামকে গ্রেপ্তার করে।
ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আবুল কালামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে থানায় একাধিক মামলা হয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গাঁজা জব্দ,আটক ২
২ বছর আগে
এক মণ ধানের দামেও মিলছে না শ্রমিক
বৈরী আবহাওয়ার শঙ্কায় আগেভাগেই বোরো ধান ঘরে তোলা তোড়জোড় চলছে উপকূলীয় নদী বেষ্টিত ফেনীর সোনাগাজীর কৃষকদের মাঝে। তবে এখনও কাটার উপযোগী ৭০ শতাংশ বোরো ধান জমিতে রয়েছে। বর্তমানে এই অঞ্চলের কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই বৃষ্টি সেই সঙ্গে যুক্ত হয়েছে চরম শ্রমিক সংকট।
শ্রমিক সংকটের কারণে সময় মতো ধান কাটতে পারছেন না অনেক কৃষক। শুধু তাই নয়, এক মণ ধানের দামে মিলছে না একজন শ্রমিকও। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় কয়েক হাজার কৃষককে।
সরেজমিনে দেখা গেছে, ফেনীতে গত এক সপ্তাহ ধরে এক মণ ধান ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু তার বিপরীতে একজন শ্রমিক ১ হাজার থেকে ১২’শ টাকা চাওয়ায় কৃষকেরা চরম লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন।
আরও পড়ুন: লাল বাঁধাকপি চাষ: বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য
পরশুরাম উপজেলার পৌর এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬৮০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায়। কিন্তু শ্রমিকদের জনপ্রতি এক হাজার থেকে ১২’শ টাকা মজুরি দিতে হচ্ছে। সঙ্গে দুই বেলা খাবার। অন্যান্য খরচ যেমন জমি চাষ, সেচ, চারা, সার, কীটনাশক ও শ্রমিক খরচতো আছেই। এতে আমার ৪০ শতক জমিতে প্রায় ২-৩ হাজার টাকা করে লোকসান হচ্ছে।
সোনাগাজী উপজেলার উপকূলীয় চর চান্দিয়া এলাকার কৃষক আবুল হোসেন বলেন, এক সময় মঙ্গা প্রবল রংপুর অঞ্চলের ধান কাটার শ্রমিক পাওয়া গেলেও এখন আর নেই। ফলে এলাকার শ্রমিকরা কৃষকদের কাছে অতিরিক্ত মুজুরি হাকাচ্ছে।
ধান কাটা শ্রমিক কবির আহাম্মদ বলেন, ‘আমি আবুল খায়েরের সঙ্গে (মালিক) ধান কাটার জন্য দৈনিক ১ হাজার টাকা করে পাঁচ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। দুপুরে-রাতে ভাত খাওয়া ও সকালের নাশতাও মালিক বহন করবেন।
পরশুরাম ডাকবাংলা মোড় এলাকার ধান ব্যবসায়ী আবদুল কাইয়ুম জানান, তিনি প্রতিমণ ধান ৬৮০ টাকা করে কিনছেন। ধানের চাহিদা না থাকায় দাম হঠাৎ কমে গেছে। এ ছাড়া শ্রমিক খরচও ওই টাকা থেকে বাদ যাবে।
আরও পড়ুন: হলুদে ছেয়ে গেছে মাঠ, সরিষার বাম্পার ফলনের আশায় কৃষক
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে দেখা গেছে, কৃষক আবুল কাশেম ছয় জন শ্রমিক নিয়ে বোরো ধান কাটছেন। তিনি বলেন, ধান কাটা শ্রমিক পাওয়া খুব কষ্টের। পেলেও তাদের মজুরি উচ্চমূল্যের। তাই আগামী মৌসুমে আর বোরো চাষাবাদ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।
পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পরশুরাম উপজেলায় চলতি বছর ৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার বাম্পার ফলনও হয়েছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বণিক বলেন, বোরো আবাদের জন্য সবকিছুই অনুকূলে ছিল। বিদ্যুৎ, পানি, সার, বীজ কোনো কিছুরই সমস্যা ছিল না। চলতি মৌসুমে ধানের ফলনও ভালো হয়েছে।
আরও পড়ুন: দেশি প্রকৌশলীদের চেষ্টায় সচল গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তারেক মাহমুদুল ইসলাম বলেন, চলতি বছর ৩০ হাজার ২৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। বোরো ধানের দাম কম থাকায় আমরা কৃষকদের ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছি। যাতে করে তারা সংরক্ষিত ধান পরে বিক্রি করে দামটা ভালো পান। একই সঙ্গে শ্রমিক সংকট থাকায় কম্বাইন্ড হারভেস্টর মেশিনে কৃষকদের সহজভাবে ধান কাটা, মাড়াই, বস্তা প্যাকেটজাতকরণের পরামর্শ দেয়া হচ্ছে।
তিনি বলেন, শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার শঙ্কায় কম্বাইন্ড হারভেস্টর মেশিনে সমতল ভূমিতে ৫০ শতাংশ ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ সরকারিভাবে ভর্তুকি দেয়া হচ্ছে।
২ বছর আগে
কোম্পানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ পুলিশ সদস্য আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্য। রবিবার রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটধলি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্যরা হলেন- সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মো. জহিরুল হক, আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের কনস্টেবল কাওছার ও আনোয়ার হোসেন।
আরও পড়ুন: করোনায় ১০৬ পুলিশ সদস্য মারা গেছেন: আইজিপি
ছোটধলি গ্রামের চৌরাস্তার ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন পুলিশ সদস্য সিএনজি যোগে এসে তার গতিরোধ করে। এ সময় তল্লাশির নামে তার তিনটি পকেটে থাকা ৪৮ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় তারা। টাকা ফেরত চাইলে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ সদস্যরা। তখন তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজিসহ পুলিশ সদস্যদের কাছ থেকে টাকা উদ্ধার করে।
জেলা সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: নারী গ্রেপ্তার
২ বছর আগে
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা!
ফেনীর সোনাগাজীতে এক ছেলের বিরুদ্ধে গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আমেনা খাতুনের (৫০) ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগ্নে নূর করিম রাসেলকে (২৮) আসামি করে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন রাসেলকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাসেল। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে দুইশ’ টাকা দাবি করেন রাসেল। দাবি করা টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজেদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিতু হত্যা: এবার নিজের মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা!
২ বছর আগে