ফেনীর সোনাগাজীতে নিজ বসতঘরে মায়ের ঝুলন্ত ও খাটের উপর থেকে সন্তানের লাশ পাওয়া গেছে।
সোমবার (৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের কাজিকোনা এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে মো. ইমরান হোসেন ইয়ামিন (৬)।
অপর সন্তান ইরফান হোসেন আরাফাতকে (১৩ মাস) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই নারী তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন। তবে নিহত হাজেরা খাতুন মনির মা আয়েশা আক্তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার জন্য জামাই সোহেলকে দায়ী করেছেন।
তিনি বলেন এনজিও সংস্থা থেকে লাখ টাকা ঋণ নিয়ে না দেওয়াতে ক্ষিপ্ত হয়ে সোহেল হত্যাকাণ্ড ঘটায়।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারে কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী মনিরের ঝগড়া হতো। স্থানীয়দের ভাষ্যমতে কলহের জের ধরে গৃহবধূ‚ মনি দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান জানান, পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
পরে শিশু আরাফাতকে তার পিতা চিকিৎকার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।