খাদ্য সামগ্রী বিতরণ
গোয়ালন্দে যৌনপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ
করোনায় ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় ৮০০ জন নারী ও ১০০ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার চত্বরে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থার পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দাতা সংস্থা দি কাদেরী চ্যারিটেবল ফাউন্ডেশনের (কেসিএফ) সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের সিএনবি ঘাট ও রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ও শিশুর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে অসহায়দের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
খাদ্য সামগ্রীর মধ্যে নারীদের জন্য রয়েছে ২৫ কেজি ওজনের এক বস্তা চাউল, ছয় কেজি আলু, পাঁচ কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, পাঁচটি সাবান ও একটি করে মাস্ক। এছাড়া শিশুদের জন্য দেয়া হয়েছে চার প্যাকেট বিস্কুট, এক কেজি চিনি, ২৫০ গ্রাম ওজনের এক প্যাকেট করে গুড়া দুধ ও ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট সুজি।
আরও পড়ুন: মাগুরায় ২ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শাপলা মহিলা সংস্থার সভানেত্রী চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, শাপলা মহিলা সংস্থার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম প্রমুখ।
১৪৫০ দিন আগে
খাগড়াছড়িতে কর্মহীন-অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলার দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ হাজার ৫০০ জন কর্মহীন, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
২০১১ দিন আগে
কুমিল্লায় বিএনসিসির খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট।
২০৯৪ দিন আগে