ক্ষুধা
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেকর্ড করা রেডিও ও টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি।’
আরও পড়ুন: সমাজ পরিবর্তনে জীবনমুখী চলচ্চিত্র নির্মাণ করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেন তখন বাংলাদেশ ২৬শে মার্চ জাতীয় দিবস উদযাপন করে।
শেখ হাসিনা তার বাণীতে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’
তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
‘বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’ – উল্লেখ করে তিনি তার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: টেকসই গণতন্ত্রের কারণে বাংলাদেশের চমৎকার উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সকল গৃহহীন মানুষের ঘর নিশ্চিত করতে কাজ করছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ বছর আগে
করোনাভাইরাস: ভবঘুরেদের পাশে ‘টিম-১৯’
করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের সাথে মিলিয়ে সংগঠনের নাম রাখা হয়েছে টিম-১৯। কিন্তু তাদের অবস্থান মানবতাকে বিপন্ন করে তোলা মহামারির সম্পূর্ণ বিপরীতে। তারা যাত্রা করেছে অসহায় ভবঘুরে মানুষদের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে।
৪ বছর আগে
করোনাভাইরাস: ‘ক্ষুধার্ত অবস্থায় আপনার কাছে বিকল্প কী আছে?’
করোনাভাইরাস আতঙ্কে নিঃশব্দ হয়ে পড়ায় তিন দশক ধরে রাজধানীতে রিকশা চালানো আবুল কালামের মতো অনেকের কাছেই ঢাকা শহর এখন ভুতুড়ে শহরের মতো।
৪ বছর আগে