করোনার টিকা
রাজনীতি করার অধিকার হারিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
দেশের জনগণের জন্য সাহায্য বন্ধ করে দেয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে বিএনপি রাজনীতি করার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মির্জা ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব) নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে; সাহায্য সরকারের জন্য আসে না। যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।’
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা মহামারি ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেক্ষে প্রতিরোধসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আরও পড়ুন: মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যমে দেখলাম গতকাল বিএনপির একটি সভা হয়েছে, সেই সভায় পলাতক আসামি তারেক রহমান সভাপতিত্ব করেছেন। হাইকোর্টের একটি আদেশ আছে, তারেক রহমানের ব্যাপারে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। কিন্তু আমি গণমাধ্যমে সেই সংবাদ দেখলাম। এটি হাইকোর্টের নির্দেশনার বরখেলাপ।’
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দৈন্য এমন জায়গায় পৌঁছেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করতে হয়েছে।
বিএনপি করোনার টিকা নিয়ে যত অপপ্রচার চালিয়েছে সে জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘যারা সমালোচনা করেছিলেন তাদেরও আমরা করোনার টিকার বুস্টার ডোজ দিয়েছি। বিএনপির যে নেতারা এখনও বুস্টার ডোজ নেননি, আসুন আমরা আপনাদের বুস্টার ডোজ দেব। যেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু দয়া করে অহেতুক সমালোচনা করবেন না।’
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা গণতন্ত্র সুসংহত করার জন্য সংবিধান অনুযায়ী সংসদে নির্বাচন কমিশন গঠন আইন পাস করেছেন।
তিনি বলেন, বিএনপিকে ‘না’ রোগে পাওয়ায় তারা অহেতুক এ আইনের বিরোধিতা করছে। “আসলে বিএনপিকে ‘না’ রোগে পেয়ে বসেছে। সব কিছুতেই না বলা। না বলতে বলতে নিজেরাই যে কখন নাই হয়ে যায়, আমি সেই শঙ্কার মধ্যে আছি।”
আরও পড়ুন: বিদেশে লবিষ্ট নিয়োগ করে বিএনপি দেশদ্রোহী কাজ করছে: তথ্যমন্ত্রী
বিএনপি বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী
২ বছর আগে
বিশ্বে করোনায় মৃত্যু ৫৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ৪৮ হাজার ৭৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৫৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২৭ হাজার ৭২৬ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ২৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২৩ লাখ পাঁচ হাজার ৭৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮১ হাজার ৮৯৩ জনে।
আরও পড়ুন: রেস্টুরেন্টে খেতে লাগবে ভ্যাকসিন কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ৬৭৪ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।
আরও পড়ুন: করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত
লিওনেল মেসি করোনায় আক্রান্ত
রেস্টুরেন্টে খেতে লাগবে ভ্যাকসিন কার্ড
করোনার নতুন ঢেউ নিয়ন্ত্রণে দেশে কোনো লকডাউন কার্যকর করার কথা না ভাবলেও সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা টিকা নেননি তাদের রেস্টুরেন্টে প্রবেশ করতে দেয়া হবে না। যারা ভ্যাকসিন নিয়েছেন শুধুমাত্র তারাই তাদের ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবে।
সোমবার সচিবালয়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে একটি আন্তমন্ত্রণালয় বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় নিয়ম অমান্য করলে রেস্টুরেন্টগুলোকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জাহিদ মালেক বলেন, ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যে লকডাউন কার্যকর করতে হবে। আমরা এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছি না।
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২৫ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫৭০ জন এবং মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৪৬ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭৭ লাখ ১ হাজার ৮৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭১ হাজার ১৩ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১২ হাজার ৫৮৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯২৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৫ হাজার ৩৪৯ জনে।
আরও পড়ুন: মহামারি শুরুর পর প্রথমবার মৃত্যুহীন বাংলাদেশ
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। ২০২০ সালের ৩ এপ্রিলের পর শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে। এই সময় শনাক্ত হয়েছে ১৭৮ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
পড়ুন: চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
করোনা পিল: মার্কিন কর্মকর্তাদের অনুমতি চেয়েছে ফাইজার
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে।
মঙ্গলবার শহরের বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এই সময় সিভিল সার্জন মো. একরামউল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
আরও পড়ুন: বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু
জানা গেছে, জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকা দেয়া হবে। পরীক্ষার পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।
৩ বছর আগে
শাবিপ্রবিতে করোনার টিকাদান শুরু
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খোলার আগেই শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, করোনা মহামারির কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রায় দুই বছর পর শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্দেশ্যে সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের বরণ করার প্রথম ধাপ হিসেবে শনিবার থেকে টিকা কেন্দ্রের উদ্বোধন করা হলো। চলতি মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে ক্লাস ও পরীক্ষা চালু করা হবে। সবাইকে এই সময়ের মধ্যে টিকা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন: শাবিপ্রবির আবাসিক হল খুলছে ২৫ অক্টোবর
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সংশ্লিষ্টরা জানান, প্রথম দিন স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তিনশ’ জন টিকা পাবেন। পরে কারা টিকা পাবে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে কর্তৃপক্ষ। টিকা নিতে আসা শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের মূল কপি বা ফটোকপি ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এর সাথে নিয়ে আসতে হবে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টিকা গ্রহণকারী প্রথম শিক্ষার্থী হাবিবুল হাসান রিজভী বলেন,করোনার শুরু থেকে উপাচার্য স্যারের নেতৃত্বে অনলাইন ক্লাস কার্যক্রম চালু, করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের জন্য আইসোলেশন কেন্দ্রের ব্যবস্থাসহ সবশেষ বিশ্ববিদ্যালয় এলাকায় করোনা টিকার ব্যবস্থা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাচার্য স্যারের বিশেষ আন্তরিকতায় আমরা ফাইজারের টিকা নিতে পেরেছি।
উদ্বোধন অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম , ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাবিপ্রবি ও সোনালী ব্যাংকের ১০০ কোটি টাকার এমওইউ স্বাক্ষর
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর শাবিপ্রবির আবাসিক হল খুলছে। তার ১০ দিন আগে থেকেই শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৩ বছর আগে
বাংলাদেশ এখন 'বন্ধুহীন': জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বিভিন্ন দেশ থেকে করোনা টিকা না পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হতাশায় বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বিশ্বে 'বন্ধুহীন' হয়ে গেছে।’
শনিবার রাজধানীর বারিধারা এলাকার যুগান্তর ভবনে জাতীয় যুব সংঘের সভায় বক্তব্য দেয়ার সময় জাতীয় পার্টির প্রধান এই মন্তব্য করেন।
সাংবাদিকদের জিএম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন।ধনী দেশগুলো বাংলাদেশকে টিকা দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে, বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে।’
আরও পড়ুন: মানবাধিকার ইস্যুতে আপস করবে না জাপা: জিএম কাদের
তিনি বলেন, ‘যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সারা বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ২০২১ সালে হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৬তম। ১৯৯৬ সালে এর অবস্থান ছিল ৯৬তম। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মর্যাদা বিশ্বে বাড়তে পারে। সাধারণ মানুষের মর্যাদা মোটেও বাড়েনি, বরং হ্রাস পেয়েছে। যে কারণে এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা বিদেশে যান তাদের বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়।’
সংসদে বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের বলেছেন, ‘রাজনীতির কারণে দেশে সুশাসনের অভাব রয়েছে। দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত না হয়ে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া সম্ভব নয়।’
জাতীয় পার্টির প্রধান বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা অপরাধ করলেও আদালত বেকসুর খালাস দেয়। কারণ আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না।’
আরও পড়ুন: জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই: জিএম কাদের
তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের শাসনামলে কেউ আইনের ঊর্ধ্বে ছিলেন না। সুতরাং, জনগণ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে। তারা চায় জাতীয় পার্টি ক্ষমতায় ফিরুক।’
দলকে আরও শক্তিশালী করতে জিএম কাদের দলীয় নেতাকর্মীদের প্রতি ৩১ ডিসেম্বরের মধ্যে দলের সকল জেলা ইউনিটের কাউন্সিল আয়োজন করার আহ্বান জানান।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের বাজেট লুট হচ্ছে: জিএম কাদের
৩ বছর আগে
করোনায় দেশে আরও ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫,২৭১
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে একদিনে আরও ২৩৯ জন মারা গেছে। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ২৫৫ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরও ১৫ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময় শনাক্তের হার শতকরা ২৯.২১ শতাংশ।
এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। সুস্থতার হার ৮৫.৬৪ শতাংশ।
পড়ুন: ২৫ বছর হলেই করোনার টিকা
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ৫৭ জন, রংপুরে ১১ জন, বরিশালে ১৪ জন, সিলেটে ১৪ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।
২৫ বছর হলেই করোনার টিকা
করোনার টিকাদানের হারকে বাড়াতে সরকার এক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছর করেছে। এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সের মানুষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।
টিকা নেয়ার জন্য নিবন্ধনকরণের সুযোগ দিতে বাংলাদেশের আইসিটি বিভাগের চালু করা অফিশিয়াল অ্যাপটিও এই তথ্য জানিয়েছে।
এর আগে ১৯ জুলাই, টিকা নিবন্ধনের জন্য সরকার বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ বছর করেছে। যদি কেউ করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে চান তবে তাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তামানে ডেল্টার নতুন ধরন ডেল্টা প্লাস’ও শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৮৬ হাজার ৩১৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৯৬ কোটি ৬ লাখ ৮১ হাজার ৯০৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
পড়ুন: টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর: কাদের
কঠোর লকডাউন: ঢাকার রাস্তায় মানুষ ও যানবাহন বেড়েছে
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৬৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১১ হাজার ৭৮০ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ২২ জনে।
৩ বছর আগে
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টির বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং এদেশের সরকারের বিরুদ্ধে নানা বক্তব্য-বিবৃতি দিয়ে আসছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সময়ে সময়ে সরব আবার অনেক সময় প্রচন্ড নিরব থাকে৷
সংস্থাটির গ্রহণযোগ্যতা হারানোর বিষয়ে ড. হাছান বলেন, 'এদেশে শত শত মানুষকে পেট্রোলবোমায় পুড়িয়ে হত্যা-দগ্ধ করার সময় যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো বিবৃতি দেয় না, ফিলিস্তিনে পাখি শিকারের মতো মানুষ হত্যার সময় যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক সপ্তাহ চুপ থাকে, আবার যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দেয়, তখন এই সংগঠনের গ্রহণযোগ্যতা আসলে হারিয়ে গেছে।'
আর পড়ুন: ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে সাংবাদিকরা: তথ্যমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয় ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্যই এ আইন। একজন গৃহিণী, সাংবাদিক, রিকশাচালক বা কর্মকর্তা, সবার ডিজিটাল নিরাপত্তার জন্যই এই আইন। আগে যখন ডিজিটাল বিষয়টি ছিল না, তখন আইনেরও প্রয়োজন ছিল না। এখন যখন বিষয়টি এসে গেছে, মানুষের ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্য আইনেরও প্রয়োজন আছে। ডিজিটাল মাধ্যমে কারো চরিত্রহনন করা হলে, অসত্য অপপ্রচার হলে, তাকে সুরক্ষা দেয়ার জন্য এ আইন এবং সাধারণ মানুষই এ আইনের আশ্রয় নেয়।
বিশ্বব্যাপী এ ধরনের আইনের উদাহরণ তুলে ধরে ড. হাছান বলেন, শুধু বাংলাদেশে নয় পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, সিঙ্গাপুরসহ অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে এ আইন করা হয়েছে এবং হচ্ছে। সুতরাং এনিয়ে বারংবার কথা বলা উদ্দেশ্যপ্রণোদিত।
এসময় বিএনপি নেতা রিজভী আহমেদের করোনার টিকা গ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ আগে টিকা নিয়ে সমালোচনা করলেও এখন টিকা নেয়ায় তাকে অভিনন্দন জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান। মন্ত্রী বলেন, এটা শুভবুদ্ধির উদয় এবং এতে তিনি স্বীকার করে নিলেন যে, টিকা নিয়ে তার পূর্বের অপপ্রচার মিথ্যা ছিল।
আরও পড়ুন: কিছু সংস্থা বিবৃতি বিক্রি করে: তথ্যমন্ত্রী
টিভি সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা ও বকেয়া বেতন নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর
৩ বছর আগে
শাবিপ্রবি শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ শুরু
করোনাভাইরাসের টিকা নিতে শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নিজ নিজ এলাকায় টিকা নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার নিজ এলাকা সুনামগঞ্জ থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী শাহ সুলতান রাসেল।
তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। করোনার টিকা গ্রহণের জন্য হল থেকে নোটিশ প্রদান করলে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করি। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের তারিখ নিশ্চিত হই। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমার টিকা গ্রহণের কেন্দ্র ঠিক করে দেয়া হয়।
পড়ুন: টিকা নেয়ার বয়স ১৮ বছর করার চিন্তা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের জন্যে শাবিপ্রবির সকল বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নাম্বারসহ তালিকা আগামী ১৬ জুলাই এর মধ্যে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবরে সফট কপি ও হার্ড কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতোমধ্যে যে সকল বিভাগ থেকে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে পাঠানো হয়েছে তাদের আর পাঠানোর প্রয়োজন নেই।
পড়ুন: শাবিপ্রবি উপাচার্য পদে ফের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
খুলনার চার হাসপাতালে আরও ১৯ মৃত্যু
৩ বছর আগে
কোভিড ১৯: বিশ্বব্যাপী আক্রান্ত ১৮ কোটি ১৩ লাখ ছাড়াল
করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে মোট মৃতের সংখ্যা ৩৯ লাখ ২৮ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৯৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ৬৪৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৪৯৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪ হাজার ১১৫ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়েদেশটিতে মোট মৃত্যু ৫ লাখ ১৪ হাজার ৯২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন।
আরও পড়ুন: ‘কঠোর লকডাউনে’ মুভমেন্ট পাশ থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ডের পরদিন সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এনিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
আরও পড়ুন: করোনা: মৃত্যুতে রেকর্ডের একদিন পর শনাক্তেও রেকর্ড
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। মৃতদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। সুস্থতার হার ৯০.০৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
৩ বছর আগে