করোনাভাইরাসের টিকা নিতে শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নিজ নিজ এলাকায় টিকা নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার নিজ এলাকা সুনামগঞ্জ থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী শাহ সুলতান রাসেল।
তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। করোনার টিকা গ্রহণের জন্য হল থেকে নোটিশ প্রদান করলে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করি। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের তারিখ নিশ্চিত হই। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমার টিকা গ্রহণের কেন্দ্র ঠিক করে দেয়া হয়।
পড়ুন: টিকা নেয়ার বয়স ১৮ বছর করার চিন্তা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের জন্যে শাবিপ্রবির সকল বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নাম্বারসহ তালিকা আগামী ১৬ জুলাই এর মধ্যে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবরে সফট কপি ও হার্ড কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতোমধ্যে যে সকল বিভাগ থেকে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে পাঠানো হয়েছে তাদের আর পাঠানোর প্রয়োজন নেই।
পড়ুন: শাবিপ্রবি উপাচার্য পদে ফের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
খুলনার চার হাসপাতালে আরও ১৯ মৃত্যু