গার্মেন্টস মালিক
পাহাড়তলীতে ঋণগ্রস্ত গার্মেন্টস মালিকের আত্মহত্যা!
ঋণের ভারে জর্জরিত হয়ে চট্টগ্রামে নাছির উদ্দিন (৪৩) নামে এক গার্মেন্টস মালিক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকায় জেএনকে ফ্যাশন নামে নিজের প্রতিষ্ঠান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ প্রতিষ্ঠানে এক গার্মেন্টস মালিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়।
আরও পড়ুন: টিভি দেখতে না করায় মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা!
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আশেপাশে থাকা লোকজনকে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি প্রচুর পরিমাণে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। সে টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলব।’
২ বছর আগে
শিল্প কারখানা খুলে দেয়ার দাবি গার্মেন্টস মালিকদের
শিল্প কারখানা খুলে দিতে সরকারের কাছে আবারও অনুরোধ জানিয়েছে গার্মেন্টস মালিকরা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এই দাবি জানান।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, আমরা সব ব্যবসায়ী পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই লকডাউনে সব ধরনের শিল্পকে যেন কাজ করার সুযোগ দেয়া হয়। এটাই আমরা উনার কাছে অনুরোধ করতে আসছি।
আরও পড়ুন: করোনাতেও কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৮ শতাংশ
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে আমরা এই অনুরোধটা করেছি। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি দেবেন। এই করোনা পরিস্থিতি সংক্রমণ মৃত্যু সবকিছু মাথায় রেখে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে সরকারের বিবেচনা করবে আমরা আশা করছি।
পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৪১ মৃত্যু
বিশ্বে করোনায় ৪১ লাখ ৮৬ হাজারের অধিক প্রাণহানি
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এটি আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।
৩ বছর আগে
করোনাভাইরাস: গাজীপুরে পোশাক কারখানায় বিশৃঙ্খলা
করোনাভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই গাজীপুর জেলায় গার্মেন্টস মালিকদের অব্যবস্থাপনার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শ্রমিকরা হয়রানির শিকার হয়েছেন বলে রবিবার অভিযোগ করেছেন পোশাক শ্রমিকরা।
৪ বছর আগে