দালাল আটক
পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক
গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর এবং মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের একটি দল আজ (রবিবার) সেখানে অভিযান চালায়।
তিনি জানান, দলটি প্রথমে ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
আরও পড়ুন: বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা
তিনি আরও জানান, অভিযানের সময় দুই দালালকে হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে উদ্যোগ নিতে বলা হয়।
অপরদিকে, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর বিআরটিএতেও অভিযান চালায় দুদক।
অভিযানে দুদকের সদস্যরা সাধারণ গ্রাহক সেজে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে বিভিন্ন গ্রাহক দীর্ঘদিন ধরে সেবা ও ডিজিটাল কার্ড পাচ্ছেন না।
এ বিষয়ে বিআরটিএ'র ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালকের (ইঞ্জি.) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে বিষয়টি সমাধান করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে।
দুটি অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন: সাবেক ৫ সংসদ সদস্য ও পরিবারের বিদেশযাত্রায় দুদকের নতুন কমিশনের নিষেধাজ্ঞা
১৩৯ দিন আগে
চট্টগ্রামের বিআরটিএ কার্যালয় থেকে ৩০ দালাল আটক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে ৩০ দালাল আটক করেছে র্যাব-৭। রবিবার (৫ সেপ্টেম্বর) হাটহাজারী নতুন বাজার এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছি। তাদের মধ্যে ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।
জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির বলেন, সকাল থেকেই বিএরটিএ অফিসে র্যাব অবস্থান নিয়ে অবৈধভাবে লেনদেন করার সময় হাতেনাতে ৩০ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ জনকে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়া হয় এবং ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের ছবি সংরক্ষণ করা আছে এবং মুচলেকা নেয়া হয়েছে। আবারও তারা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযোগ রয়েছে-বিআরটিএকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র গড়ে ওঠে। তাদের উৎপাতে বিআরটিএতে সেবাগ্রহণে আসা গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে এই সংঘবদ্ধ দালালচক্রটি। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিআরটিএ কার্যালয় থেকে ২১ দালাল আটক
মানতের মাংস নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
১৩৩৬ দিন আগে
চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ জনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
২০০৭ দিন আগে
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফের অভিযান, ৫ দালাল আটক
কুমিল্লা, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে এক সপ্তাহের ব্যবধানে দুবার অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। দুদফা অভিযানে মোট ১৩ জন দালালকে আটক করা হয়েছে।
২০৬৭ দিন আগে