খাদ্য অধিদপ্তর
নিখোঁজ ঢাবি শিক্ষার্থীকে পাওয়া গেল জেলখানায়!
নিখোঁজ হওয়ার তিনদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামিদ সিকদার হিমেলকে পাওয়া গেছে টাঙ্গাইল জেলখানায়। সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে হামিদ আটক হন। ওই দিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের দণ্ড দেয়া হয় তাকে।
মো. আতাউর রাব্বী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্নভাবে হিমেলের পরিবারের ঠিকানা ও ফোন নম্বর চাওয়া হয়েছে। কিন্তু বারবারই সে ফোন নম্বর মনে নেই বলে জানিয়েছে।’
আরও পড়ুন: সেগুনবাগিচা থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এর আগে গত শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর আসার কথা বলে বের হন হিমেল। এরপর থেকেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এ বিষয়ে গত শনিবার সন্ধ্যায় ঢাবি শিক্ষার্থী হিমেলের চাচাত ভাই মাহফুজ তালুকদার শাহবাগ থানায় জিডি করেন। সখীপুর উপজেলার জামালহাটকোড়া গ্রামের বাসিন্দা হিমেলের বাবা বিল্লাল সিকদার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। হামিদ সিকদার হিমেল ঢাবির রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত। তিনি ঢাকার সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
ডিএসটিএসর সভাপতি সাদ্দাম হোসেন উদয় বলেন, ‘নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সে এমন অপরাধের সাথে জড়াবে এটি আমাদের ভাবনার বাইরে ছিল।’
তাৎক্ষণিক অনলাইন মিটিং করে হিমেলকে ডিএসটিএস অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
৩ বছর আগে
মিয়ানমার থেকে চাল আমদানির প্রস্তাব বাতিল
প্রতিবেশী দেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ।
৩ বছর আগে
চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা সরকারি চাল জব্দ
চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীতে দুটি গোডাউন থেকে সোমবার সরকারি প্রকল্পের ১২৬৬ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
৪ বছর আগে
জয়পুরহাটে খাদ্য অধিদপ্তরের ১০২ বস্তা চালসহ আটক ২
জয়পুরহাটের আক্কেলপুরে গোপনে পাচারকালে রবিবার রাতে খাদ্য অধিদপ্তরের ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে