খুলনা মেডিকেল কলেজ
খুমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
আন্দোলনের চতুর্থ দিনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি সাময়িক প্রত্যাহারের ঘোষণা দেন পরিষদের নেতারা।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন দফা দাবিতে মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছিল।
পরিষদের নেতারা বলেন, সিটি মেয়র ও সংসদ সদস্যের আশ্বাসে এবং জনভোগান্তি বিবেচনা করে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হলো।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক জানান, বৃহস্পতিবার ভোরে সোনাডাঙ্গা থানা পুলিশ শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত বিল্লব মেডিসিন কর্নারের মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) এবং আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় খুমেকের সচিব মো. মনিরুজ্জামান বাদী হয়ে বুধবার (১৬ আগস্ট) রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে ৫০ জন ওষুধের দোকানিকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ: ক্লাস বর্জন খুমেক শিক্ষার্থীদের
মামলা দায়েরের পর বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে খালিশপুর থানার বয়রা জংশন রোড এলাকার মৃত শেখ শাহাজাহানের ছেলে ও বিপ্লব ফার্মেসির মালিক মাহমুদুর রহমান বিপ্লব এবং সোনাডাঙ্গা থানার হাসানবাগ এলাকার ছোট বয়রার মীর বাড়ির মোশারেফ মীরের ছেলে ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদকে গ্রেপ্তার করে।
শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (১৪ আগস্ট) রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর। হামলায় চিকিৎসক-শিক্ষার্থীসহ ১৪-১৫ জন আহত হন।
এ ছাড়া হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে খুমেক শিক্ষার্থীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার রাতে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান।
হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তারা।
আরও পড়ুন: খুমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বেতন না পাওয়ায় খুমেক হাসপাতালে মল ছিটিয়ে হরিজনদের ধর্মঘট
১ বছর আগে
খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
খুমেক হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান নবজাতক চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
নবজাতকের মামা মোস্তফা ইউএনবিকে জানান, তার বোন রানিমা বেগম ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে খুমেক হাসপাতালে আসেন। এরপর তাকে লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরে নবজাত জন্ম নিলে বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়।
গেটের সামনে এসে গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে তার মাথায় আঘাত করে। এরমধ্যে আরও কয়েকজন চালক তার ওপর চড়াও হয়। তাদের সঙ্গে একজন নারীও ছিল।
চালকদের হাত থেকে ভাইকে নিবৃত্ত করতে বোন রানিমা বেগম এগিয়ে আসেন। এ সময় এক নারী নবজাতককে তার খালা সোনিয়া বেগমের কাছে নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়।
মোস্তাক আরও বলেন, ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় বাচ্চাটিকে খোঁজাখুজি করছি, কিন্তু এখনও সন্ধান পাইনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে রেললাইন থেকে নবজাতকের লাশ উদ্ধার
চাঁদপুরে বিদ্যালয়ের মাঠেই জন্ম নিল নবজাতক
১ বছর আগে
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে একটি ট্রাক্টর ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে পিরোজপুরের চিংড়ি গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রেশমী বেগম সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। বাকিদের পরিচয় জানা যায় নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সারোয়ার জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইট বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২৮ মাসে ১৬৭৪ শিশুর মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
২ বছর আগে
খুমেক ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৯ জনই খুলনা জেলা ও মহানগরীর।
৪ বছর আগে
খুলনায় আরও ৫৮ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
খুলনায় করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন
খুলনায় করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
৪ বছর আগে
খুমেক ল্যাবে নতুন ৩৫ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
খুলনায় মঙ্গলবার থেকে শুরু হবে করোনা পরীক্ষা
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনা শনাক্তকরণে পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) মেশিনে পরীক্ষা শুরু হবে মঙ্গলবার থেকে।
৪ বছর আগে