বাগাড় মাছ
সিলেটের লালবাজারে বিক্রির জন্য তোলা হয় ১০০ কেজির বাগাড়
সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে প্রায় ১০০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়ে মাছটি।
বুধবার (২২ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজির মূল্য ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকা।
এদিকে বাজারে বড় আকারের বাগাড় মাছ আনার খবর শুনে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে মাছের ছবি তোলেন। আবার কেউ-কেউ মাছটি ছুঁয়েও দেখেছেন।
আরও পড়ুন: কুশিয়ারা নদীতে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের বাগাড়
মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি হয়। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য দেড় থেকে দুই হাজার টাকা। তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চাননি এই মাছ বিক্রেতা।
এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৬০ কেজির একটি বাগাড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ীই কেটে বিক্রি করেন।
আরও পড়ুন: দৌলতদিয়ায় জেলের জালে ৩৮ কেজির বাগাড় মাছ!
১ বছর আগে
পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ৩৫ কেজির বাগাড় মাছ
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে নদীর বাইরে চর দৌলতদিয়া এলাকার মোহনায় মাছটি ধরা পড়ে।
পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় দৌলতদিয়া ঘাট মাছের আড়ত থেকে নিলামে মাছটি কিনে নেন।
আরও পড়ুন: ১০০ কেজির বাগাড় মাছ, দাম উঠেছে ২ লাখ টাকা
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সোমবার দিবাগত রাতে সাইদ ও তার দল পদ্মা নদীতে মাছ শিকার করতে যান এবং মাছ না পেয়ে হতাশ হন। পরে শেষ রাতে তারা বাড়ি ফিরে যাওয়ার মনস্থির করে আর শেষবারের মতো নদীর মোহনায় জাল ফেলেন। ভোরের দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার সময় কয়েকবার বড় ঝাঁকি দিলে তখনই বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই বড় একটা বাগাড় মাছ দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন মাছ বাজারের আড়তদার রওশন মোল্লার ঘরে নিয়ে আসেন।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারায় ১৫০ কেজি ওজনের বাগাড় মাছ!
তিনি জানান, সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা ও তার অংশীদাররা মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. সোহেল মোল্লা জানান, নিলামে অংশ নিয়ে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় বাগাড় মাছটি কিনে নেই। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। উৎসুক জনতা মাছটি দেখতে ফেরি ঘাটে ভিড় করছেন।
২ বছর আগে
সিলেটে কুশিয়ারায় ১৫০ কেজি ওজনের বাগাড় মাছ!
সিলেট, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে প্রায় ১৫০ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ।
৫ বছর আগে