হেরোইন
মেহেরপুরে হেরোইনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চল নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে শাহারুল ও চঞ্চলকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দেন।
আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড
শাহরুল ইসলাম গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামের পঞ্চাতন শেখের ছেলে এবং চঞ্চল হোসেন মেহেরপুরের কালীগাংনী গ্রামের আনিসুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মেহেরপুরের কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের গলি থেকে শাহারুল, চঞ্চল এবং শাব্দুল হোসেনের নামের ৩ জনকে আটক করেন। ওই সময় শাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের হিরোইন এবং চঞ্চল হোসেনের গেঞ্জির পকেট থেকে ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়।
ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান, আসামি শাহারুলের পক্ষে সেলিম রেজা কল্লোল এবং চঞ্চলের পক্ষে আলম হোসেন আইনজীবী হিসেবে ছিলেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড
৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী একটি বাড়ি থেকে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার বাড়ি থেকে ৪০০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোদালকাটি ভাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল।
গ্রেপ্তার শাহনাজ বেগম ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
শনিবার (৮ জুন) সকালে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মোল্লাপাড়া রাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম পালিয়ে যান। এসময় তার বাড়ি তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার টাকা পাওয়া যায়। মাদক পাওয়ায় রফিকুলের স্ত্রী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে র্যাবের ওই দলটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
৫ মাস আগে
হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরে ৮০ গ্রাম হেরোইন বহনের দায়ে আবু তালেব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু।
আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০২১ সালের ১২ ডিসেম্বর রাতে উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নৈশ কোচে তল্লাশি চালিয়ে তালেব ও নাছির নামে দুই যাত্রীর ব্যাগ থেকে ৪০ গ্রাম করে ৮০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
তবে তদন্ত শেষে ২০২২ সালের ১০ জানুয়ারি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে নাছিরকে স্কুল ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। এ কারণে আবু তালেবকে জেলা জজ আদালতে সাজা দেওয়া হলেও নাছিরকে বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
৬ মাস আগে
হেরোইন রাখার দায়ে মাদক কারবারির কারাদণ্ড
নড়াইলে হেরোইন রাখার দায়ে লাভলু মোল্যা নামে এক মাদক কারবারির পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।
আরও পড়ুন: মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ড লাভলু নড়াইল সদর উপজেলার পশ্চিম সীমাখালি এলাকার মাজেদ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৬ জানুয়ারি উপজেলার পশ্চিম সীমাখালির লাভলুর বসত ঘরে তল্লাশি করে ৫৩টি হেরোইন পুরিয়া উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শাখা।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ কারাদণ্ড দেন।
আরও পড়ুন: ধর্মীয় অনুভূতিতে আঘাত: জবির সাবেক শিক্ষার্থীর ৫ বছরের কারাদণ্ড
৬ মাস আগে
রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
রাজশাহীর গোদাগাড়ীর চরআষাড়িয়া এলাকা থেকে ৫ কোটি ২০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে। এসময় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার ভোরে রাজশাহী র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে এবং বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারেরা হলেন- গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৪৪)এবং তার ছেলে জীবন আলী (১৭)।
র্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত সংলগ্ন পদ্মার প্রত্যন্ত চরাঞ্চল হেরোইন পাচারের একটি বড় রুট হিসেব ব্যবহৃত হয়। একারণে র্যাব-৫ এর গোয়েন্দা দল এই এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারির আওতায় রাখে।
আরও পড়ুন: রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে র্যাব-৫ এর সদর কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর চর হনুমন্তনগর এলাকার মাদক ব্যবসায়ী কাজিম উদ্দিন হেরোইনের একটি বড় চালান নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাবের দুইটি দল বিভক্ত হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে চরহনুমন্তনগরে পৌঁছায়। পরে র্যাবের দুটি দল কাজিম উদ্দিনের বাড়ি ঘেরাও করে কাজিম উদ্দিন ও তার ছেলে জীবন আলীকে গ্রেপ্তার করে।
পরে র্যাবের জিজ্ঞাসাবাদে বাড়ির ভেতরের বাথরুমে কীটনাশক স্প্রে মেশিনের ভেতর অভিনব কায়দায় রাখা ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও কাজিম উদ্দিন খড়ের স্তূপের মধ্য অভিনব কায়দায় রাখা ৫ কেজি হেরোইন বের করে দেয়। যার মূল্য প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানায় যে তারা বাবা ছেলে সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। কাজিম উদ্দিন মাদকের চালান সংগ্রহ করা ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের সব ধরনের হিসাব-নিকাশ ও অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন কাজিম।
এই চক্রের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে ভারত থেকে হেরোইন চোরাচালান আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। পরে আটক বাবা ছেলেকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
হোম বাংলাদেশ আইনশৃঙ্খলা চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
১১ মাস আগে
কেরাণীগঞ্জে হেরোইন তৈরির কারখানা আবিষ্কার, আটক ৬
ঢাকার কেরাণীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এটির সন্ধান পায় পুলিশ।
এসময় কারখানা থেকে ২ কোটি ১০ লাখ টাকার মূল্যের হেরোইন, হেরোইন তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন- হেলাল (৪৫), বিপ্লব (২২), বিল্লাল (২৩), শরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৬) ও হাবিবুর রহমান রানা (৩০)।
আরও পড়ুন:রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানা আবিষ্কার করেন। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামাল সহ ৬ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইনও জব্দ করা হয় বলে জানান তিনি।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল মালিক ও মাদক কারবারির হোতা আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। আরিফকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামমের নেতৃত্বে মাদক তৈরির কারখানা আবিষ্কার ও মাদক কারবারিদের ধরতে পুলিশ অভিযান চালায়।
আরও পড়ুন: নাটোরে পৌনে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
১ বছর আগে
নাটোরে পৌনে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
নাটোরে পাথরবাহী একটি ট্রাক থেকে রেকর্ড পরিমাণ প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও সহকারীকেও আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে তাদেরকে হিরোইনসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
আটকরা হলেন- সাগর আলী (২১) বাড়ি চাঁপাইনবাগঞ্জ এবং সহকারী সালাহ উদ্দিনের (২১) বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
দুপুরে নাটোর পুলিশ লাইন্সে একটি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান,মঙ্গলবার ভোরে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে সোনা মসজিদ থেকে গাজীপুরগামী পাথরবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ড্যাসবোর্ডের ভেতর থেকে ৯টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করে।
১ বছর আগে
নওগাঁয় হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন: বাগেরহাটে মা-মেয়ে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার
শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনতলা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ আগস্ট) র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা উপজেলার ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এ সময় একটি ট্রাক্টরসহ দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক্টরের ভেতর লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে তা নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ঢাকা থেকে যুবক গ্রেপ্তার
পাকিস্তানে গির্জা ও খ্রিস্টানদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২৯
১ বছর আগে
সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
সাতক্ষীরার কলারোয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) অভিযানে চালিয়ে এক কেজি হেরোইন ও চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছে। এসময় এক সাবেক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে বিজিবি।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
আটক মো. হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে এলএসডির একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করে তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
নাটোরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ কলেজছাত্র আটক
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার: বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে পাঁচ কেজি হেরোইন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত পৌনে ৯টার দিকে সোনা মসজিদ সীমান্তের ১৮৫নং মেইন সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় দেড়শ’ গজ অভ্যন্তরে তহাখানা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দু’জনকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি ৪০ লাখ টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে