ঢাকার কেরাণীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এটির সন্ধান পায় পুলিশ।
এসময় কারখানা থেকে ২ কোটি ১০ লাখ টাকার মূল্যের হেরোইন, হেরোইন তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন- হেলাল (৪৫), বিপ্লব (২২), বিল্লাল (২৩), শরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৬) ও হাবিবুর রহমান রানা (৩০)।
আরও পড়ুন:রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানা আবিষ্কার করেন। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামাল সহ ৬ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইনও জব্দ করা হয় বলে জানান তিনি।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল মালিক ও মাদক কারবারির হোতা আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। আরিফকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামমের নেতৃত্বে মাদক তৈরির কারখানা আবিষ্কার ও মাদক কারবারিদের ধরতে পুলিশ অভিযান চালায়।