দোকানি
বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির বগুড়ার শাজাহানপুরের মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ধুনটের মাঝবাড়ি গ্রামে থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।
আরও পড়ুন: সুদে পাঁচ হাজার টাকা দিয়ে ৫ লাখ টাকা দাবি, কৃষকের আত্মহত্যা!
পুলিশ ও স্থানীয়রা জানান, মাঝবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল জাকিরের। শুক্রবার রাতে জাকির তার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর মুদি দোকানি জাকিরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
রাজধানীর নিউমার্কেটের দোকানি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক আমির হোসেন আলমগীরও তাদের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আসামিদের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও বলেছেন আদালত।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
২০ এপ্রিল পুলিশকে আক্রমণ এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ।
দুটি মামলার মধ্যে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির ২৪ জন চিহ্নিত ব্যক্তি এবং ৯০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন: পুরোদমে চালু হয়েছে নিউমার্কেট
মামলার প্রধান আসামি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ও ১৯ এপ্রিল মধ্যরাতে নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
২ বছর আগে
খুলনায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
জ্বলন্ত চুলায় লাকড়ি দিয়ে চার-পাঁচটি মাটির খোলায় চিতই পিঠা বানাচ্ছেন নুরুজ্জামান নুরু। চুলার অল্প আঁচে উড়ছে ধোঁয়া। তৈরি হচ্ছে সুস্বাদু চিতই। আর চুলা থেকে নামানোর পর মুহূর্তেই তা চলে যাচ্ছে অপেক্ষামান ক্রেতার হাতে। ক্রেতারা রাস্তার পাশে দাঁড়িয়ে সেই পিঠা কিনছেন। কেউ বা নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। কেউ আবার দাঁড়িয়েই খাচ্ছেন।
পাশের দোকানে ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত নুরুর বড় ভাই রুহুল আমীন। রাস্তার পাশে এই দুই ভাইয়ের দোকানে অর্ধশত মানুষ পিঠা কেনার জন্য ভিড় জমিয়েছেন। খুলনা মহানগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে প্রতিদিনি সন্ধ্যায় এমন দৃশ্য দেখতে পাওয়া যায়।
নুরুজ্জামান বলেন, প্রতিবছর শীত মৌসুমে এলে পিঠা বিক্রি করি। এবার প্রায় ১৫-২০ দিন হয়েছে চিতই পিঠা বিক্রি শুরু করেছি। পাঁচ টাকা করে প্রতি পিস। বিক্রিও খুব ভালো।
মামুন নামে এক বেসরকারি চাকরিজীবী নুরুর দোকান থেকে পিঠা কিনে প্রশংসা করে বলেন, এখানকার পিঠার মান ভালো। তাই প্রতিবছরই কিনে থাকি। এবারও কিনেছি।
আরও পড়ুন: ফরিদপুরে পুনাক পিঠা মেলায় মুগ্ধ দর্শনার্থীরা
সোলেমান নগরের প্রবেশপথে পাশাপাশি দুই দোকানে পাটিসাপ্টা, ভাপা, পুলি, তেলের পিঠা ও চিতই পিঠা বিক্রি করছেন রফিক এবং সাহানারা। রফিক জানান, পুলি পিঠা ১০ টাকা পিস, পাটিসাপ্টা ১৫ টাকা ও পাঁপড় তিন পিস ১০ টাকায় বিক্রি করছেন।
সরেজমিনে দেখা গেছে, পিঠা তৈরির ছাঁচে চালের গুঁড়ি নিয়ে তার ওপর গুড়, নারকেল ছিটিয়ে ভাপে দিচ্ছেন দোকানি। খোলায় বানানো হচ্ছে চিতই পিঠা। সন্ধ্যার পরেই পিঠার দোকানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিভিন্ন স্থানে ছোট ছোট পিঠার দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অনেকে আবার পিঠা বিক্রির দোকান দিয়ে পেশা পরিবর্তন করছেন।
মহানগরীর রূপসা ঘাট, পিটিআই মোড়, দোলখোলা মোড়, গফফারের মোড়, শিশু হাসপাতাল রোড, তারের পুকুর পাড়, পিকচার প্যালেস মোড়, ক্লে রোড, মহারাজ চত্বর রোড, স্টেশন রোড, কদমতলা রোড, খান জাহান আলী রোড, সোনাডাঙা বাস স্ট্যান্ড, মোল্লা বাড়ির মোড়, নিউ মার্কেট, খালিশপুর, দৌলতপুর, রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় রাস্তার মোড় আর ফুটপাতে গড়ে উঠেছে প্রায় শতাধিক অস্থায়ী পিঠার দোকান।
মৌসুমী পিঠা ব্যবসায়ীরা মোড়ে মোড়ে পিঠার দোকান নিয়ে বসে পড়েছেন। আর সাধারণ মানুষও খাচ্ছেন এসব ধোঁয়া-ওঠা গরম গরম পিঠা।
দোকানিরা জানান, খুব বেশি পুঁজি লাগে না বলে সহজে এ ব্যবসা শুরু করা যায়। জ্বালানি হিসেবে লাকড়ি, অকেজো কাঠের টুকরা, কিংবা গাছের শুকনো ডাল ব্যবহার করছেন তারা। তবে কেউ কেউ আবার পিঠা তৈরি করতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছেন। কিছু গুড়, আটা, নারকেল নিয়ে এ ব্যবসায় খুলে বসা যায়।
সোনাডাঙা মোল্লা বাড়ির মোড়ের পিঠা বিক্রেতা আব্দুস সালাম বলেন, পাটিসাপ্টা, পুলি, চিতই, খিজানো পিঠা ও তেলের পিঠা বিক্রি করেন তিনি। দামে কম ও মান ভালো হওয়ায় দোকানে প্রায় ক্রেতাদের ভিড় লেগে থাকে।
আরও পড়ুন: বোয়ালমারীতে সন্ধ্যায় ফুটপাতে পিঠা বিক্রির ধুম
করোনা প্রতিরোধে ‘আইডিয়া’র ‘ইমিউনিটি পিঠা’
৩ বছর আগে
করোনাভাইরাস: ঢাকায় অনলাইনে মুদি পণ্য কিনতে পারেন যেখান থেকে
সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। নতুন এ ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের কোনো প্রতিষেধকও এখনও আবিষ্কার হয়নি। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু মানবজাতিকে ফেলেছে অস্তিত্বের ঝুঁকিতে। এ প্রেক্ষাপটে সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত এবং বিভিন্ন দোকান বন্ধ করে দিয়েছে সরকার।
৪ বছর আগে