রাজধানীর নিউমার্কেটের দোকানি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক আমির হোসেন আলমগীরও তাদের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আসামিদের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও বলেছেন আদালত।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
২০ এপ্রিল পুলিশকে আক্রমণ এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ।
দুটি মামলার মধ্যে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির ২৪ জন চিহ্নিত ব্যক্তি এবং ৯০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন: পুরোদমে চালু হয়েছে নিউমার্কেট
মামলার প্রধান আসামি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ও ১৯ এপ্রিল মধ্যরাতে নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।