পেসার
রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসাররা
দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসাররা।
চলমান রাওয়ালপিন্ডি টেস্টে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করছে বাংলাদেশ। এই ইনিংস জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে পারবে টাইগাররা। চতুর্থ দিন বিকালে বাজে আলোয় খেলা বন্ধ হওয়ার আগে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: জোড়া সেঞ্চুরিতে কুককে ছাড়িয়ে একাধিক রেকর্ডে রুট
এর আগে স্বাগতিকরা ১৭২ রানে অলআউট হয়ে যায়। আর বাংলাদেশের পেসার হাসান মাহমুদ খেলেন তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। গড়েন ডাবল রেকর্ড- নিজের প্রথম পাঁচ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কোনো পেসারের প্রথম পাঁচ উইকেট।
অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানাও খেললেন তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। চার উইকেট নিয়েছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ পাঁচ উইকেট নিয়েছিলেন। তাতে মনে হচ্ছিল এবারের ইনিংসেও স্পিনারদের দাপট দেখা যাবে কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে স্পিনারদের হারিয়ে দিলেন পেসাররা। পাকিস্তানকে অলআউট করলেন পেসাররাই।
এখন পর্যন্ত, বাংলাদেশের পেসারদের সবচেয়ে বড় সাফল্য ছিল টেস্ট ইনিংসে নয় উইকেট নেওয়া। চারবার এই সাফল্য পেয়েছিলেন তারা- নিউজিল্যান্ডের বিপক্ষে তিনবার এবং শ্রীলঙ্কার বিপক্ষে একবার।
এবার সেসব রেকর্ড ভেঙে রাওয়ালপিন্ডি টেস্টে পেসাররা নিয়ে নিলেন ১০ উইকেট। যা বাংলাদেশকে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দেখা যাক সিরিজের প্রথম টেস্টের মতো এবারও ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কি না টাইগাররা। সেটি হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট দলের নামের পাশে যুক্ত হতে পারে আরও কয়েকটি রেকর্ড।
আরও পড়ুন: হাসানের জোড়া শিকারে দিনের শেষটাও রাঙাল বাংলাদেশ
অবশেষে ভাঙল লিটনের প্রতিরোধ, ২৬২ রানে থামল বাংলাদেশ
৩ মাস আগে
বিশ্বকাপ লাইনআপে তানজিমকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন চন্ডিকা
এশিয়া কাপে ভারতের বিপক্ষে উল্লেখযোগ্য অভিষেক হওয়া ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব প্রশংসনীয় দক্ষতা দেখিয়েছেন।
ইনিংসের শুরুতে তিনি দ্রুত দুটি গুরুত্বপূর্ণ উইকেট অর্জন করেন এবং পরে শেষ ওভারে মাত্র ১২ রান রক্ষা করে বাংলাদেশের জন্য দুর্দান্ত জয় নিশ্চিত করেন।
এই জয়সূচক পারফরম্যান্স বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এ কারণেই এখন তানজিমকে আসন্ন বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন তিনি।
আরও পড়ুন: ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ
হাঁটুর ইনজুরির কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় বিশ্বকাপে পেসার এবাদত হোসেনকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। ক্রিকেট পুনরায় শুরু করার আগে তাকে একটি দীর্ঘ পুনরুদ্ধারের সময়ের মুখোমুখি হতে হচ্ছে।
এই শূন্যতায় চন্ডিকা তানজিমকে অত্যন্ত আশাব্যঞ্জক বিকল্প হিসেবে দেখছেন।
ভারতের সঙ্গে ম্যাচের পরে চন্ডিকা বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির জোরালো দাবি এখন তানজিম।’
আরও পড়ুন: এশিয়া কাপ: শেষ ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
বাংলাদেশের কোচ বিশ্বকাপে ৪ সদস্যের পেস আক্রমণের বিষয়ে জোর দিয়েছেন, যেখানে এবাদত মূলত এই কৌশলের উল্লেখযোগ্য অনুষঙ্গ ছিলেন। তবে টুর্নামেন্টের জন্য সময়মতো ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা কম থাকায় তানজিমকে বিবেচনায় নেওয়ার দিকে ঝুঁকছেন চন্ডিকা।
কোচ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা ভুল সিদ্ধান্ত হবে না। তিনি তার দক্ষতা দেখিয়েছেন এবং শেষ অর্ডারে ব্যাট করার ক্ষমতা একটি উল্লেখযোগ্য সম্পদ।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন চ্যালেঞ্জ, বিশ্বকাপ রোস্টারে রদবদল করে নেওয়ার এটিই চূড়ান্ত সুযোগ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে এশিয়া কাপ মিশনের স্মরণীয় সমাপ্তি চায় টাইগাররা
১ বছর আগে
নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন শাহাদাত হোসেন
পাঁচ বছরের নিষেধাজ্ঞা থাকলেও ১৮ মাসের মাথায় আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশি ডানহাতি পেসার শাহাদাত হোসেন।
শনিবার পার্টেক্স স্পোটিং ক্লাবের হয়ে দু'ওভার বল করলেও কোনো উইকেট নিতে পারেননি এই পেসার।
২০১৯ সালে খুলনায় জাতীয় ক্রিকেট লীগ চলাকালে সতীর্থকে চড় মারার অভিযোগে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তাকে। এছাড়াও জরিমানা করা হয় ১ লাখ টাকা।
আরও পড়ুন: শাস্তি কমছে শাহাদাতের
চলতি বছরের মার্চে মা এবং পরিবারকে সহযোগিতার জন্য সাজা কমিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করেন শাহাদাত।
তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, পেসার শাহাদাত হোসেনের শাস্তির মেয়াদ কমানোর বিষয়টি বিবেচনা করছে বোর্ড।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা বোর্ডের অন্যান্য পরিচালকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিষয়ে ইতিবাচক। আমরা তার নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে সে ঘরোয়া ক্রিকেট লিগে অংশ নিতে পারে এবং তার মায়ের চিকিৎসা করাতে পারে।’
শাহাদাত বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে এবং ৬টি টি২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। টেস্টে চারবার ৫ উইকেটসহ সর্বমোট ৭২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ওয়ানডেতে তার শিকার ৪৭ উইকেট।
৩৪ বছর বয়সী এই ডানহাতি পেসার ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
৩ বছর আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মাদ শরীফ
ঘটনাবহুল ২০ বছরের ক্যারিয়ার পার করা ডানহাতি পেসার মোহাম্মাদ শরীফ শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
৪ বছর আগে