ঘটনাবহুল ২০ বছরের ক্যারিয়ার পার করা ডানহাতি পেসার মোহাম্মাদ শরীফ শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
টাইগারদের হয়ে ১০টি টেস্ট এবং ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে দলে নিয়মিত মুখ হিসেবে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। ২০০১ সালে ক্যারিয়ার শুরু করেন শরীফ। ১০ টেস্টে ১৪ এবং ৯ ওয়ানডেতে শিকার করেন ১০ উইকেট।
দীর্ঘ ক্যারিয়ারে শরীফ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৩টি উইকেট লাভ করেন, যা যোকোনো বাংলাদেশি পেসারের জন্য রেকর্ড। এছাড়া তিনি ১৩২টি ম্যাচে অংশ নেন, এটিও যোকোনো বাংলাদেশি পেসারের জন্য রেকর্ড।
শরীফ ২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। এরপর থেকে জাতীয় দলে ফেরার মতো কোনো কৃতিত্ব দেখাতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ বার ৫ উইকেট শিকার করা এই পেসার ব্যাট হাতে দক্ষ ছিলেন। তিনি ১টি শতক ও ১০ অর্ধশতকে ৩২২২ রান করেন।