জেলা ছাত্রলীগ
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতার ২ দিনের রিমান্ড
পোশাক ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিনের আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম সাজু বলেন, ‘মাসুমের ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
গত ৫ আগস্ট রবিনকে অপহরণ করে সাবেক এমপি শিমুলের থানাপাড়ার বাসায় আটকে রাখে। পরে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন: ৬ দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী
এ ঘটনায় নিহতের মামা সোহেল গত বছরের ২৬ আগস্ট সাবেক এমপি শিমুল ও ছাত্রলীগ নেতা মাসুমসহ ১৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ১৬ জানুয়ারি পাবনার রুপপুর থেকে মাসুমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিএনপি নেতাকর্মীরা।
৩১৩ দিন আগে
কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ যশোর জেলা ছাত্রলীগের
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিভিন্ন রকমের সবজি বিতরণ করেছে যশোর জেলা ছাত্রলীগ।
২০৬৪ দিন আগে