প্রাইভেটকার
নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৬৩
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রতক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় একটি প্রাইভেট কার এসে বাসটিকে ধাক্কা মারে। এ ঘটনায় তিন গাড়িতে থাকা অন্তত ৬৩ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা পাঠানো হয়।
ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আহতদের মধ্যে বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
২৩ দিন আগে
আশুলিয়া প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
সাভার আশুলিয়ার পলাশবাড়ীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা, মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ীর হাজী জামাল উদ্দিন মটরপার্টস মার্কেট সংলগ্ন হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকার মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরাম হাসান সানি, তার স্ত্রী মুক্তা আক্তার ও তাদের ১১ বছরের ছেলে কাজী মিনহাজ। তবে তারা গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি গ্যাস নিতে পাম্পে প্রবেশ করলে সবাই গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়েছিলেন। গ্যাস নেওয়া শুরু করতেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারের পাশে থাকা তিনজন আহত হলে তাদের উদ্ধার করে সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩৮ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ আরও তিনজন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা একই পরিবারের সদস্য এবং হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন— প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে একই পরিবারের সদস্যরা প্রাইভেট কারে চড়ে সিলেট যাচ্ছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সামনে প্রাইভেটকারটি চলে এলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর আরও দুজনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
এদিকে, বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যাওয়ার খবর ছড়ালেও তার সত্যতা পাওয়া যায়নি।
৪৩ দিন আগে
যশোরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ৪
যশোরের বাঘারপাড়ায় ভ্যানে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঘারপাড়ার আয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘাটে।
আরিফুজ্জামান বলরামপুরের পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরের ছেলে এবং চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
আহতরা হলেন- বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১৩), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২৪) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২২)।
এদের মধ্যে সিনফার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এসআই মনির ও এলাকাবাসী জানান, প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হন চারজন। তাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতাল এবং চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতালের চিকিৎসক জুবায়ের বলেন, আরিফুজ্জামানকে সকালে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
১৫৮ দিন আগে
শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মো. রফি (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় হাসনাত শিকদার নামে একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মো. রফি ঢাকার লক্ষীবাজার এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে এবং হাসনাত ঢাকার বাংলাবাজার এলাকার কামরুল শিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক রফি মারা যান ও আরোহী হাসনাত আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
১৭১ দিন আগে
কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ নিহত ৩
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, ‘ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাধাইয়ার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এছাড়া একজন আহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
আরও পড়ুন: সাতক্ষীরায় পিকআপের চাপায় নারী শ্রমিক নিহত
কুমিল্লায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও শিশু নিহত
২১২ দিন আগে
নড়াইলে প্রাইভেটকারে গাঁজা বহনের অভিযোগে গ্রেপ্তার ৩
নড়াইলের লোহাগড়ায় গাঁজা বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়ার নলদী থেকে সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ নলদী বাজারে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ‘১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।
২৩৩ দিন আগে
মধুপুরে প্রাইভেটকার-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৬
টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও থ্রিহুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মালাউড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, একটি প্রাইভেটকার মধুপুর থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও থ্রিহুইলারের সাতজন আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
২৬৯ দিন আগে
টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে গরুবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঘুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহতরা হলেন, জামালপুর জেলা কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন রাসেলের বড় ছেলে অক্ষর, নানি শাশুড়ি ও গাড়ির চালক।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে আরও একজন মারা যান।
একই ঘটনায় আব্দুল্লাহ আল মামুন রাসেল, তার স্ত্রী ও তার ছোট ছেলে গুরুতর আহত অবস্থায় জামালপুর এম এ রশিদ হাসপাতালে ভর্তি আছেন বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২৭৬ দিন আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈদুল ফিতরের দিন বিকেল সোয়া ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার (অঞ্চল-০৩) উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বিকেল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
৩৪০ দিন আগে