শ্রীনগর
শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে শাহজাহান শেখ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ির রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
শাহজাহান বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী শিমা বেগম বলেন, বৃহস্পতিবার শাহজাহান বাজারে চা পান করতে গেলে আর বাড়ি ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে রাস্তার পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়। কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দল মত ভেদে সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মো. রফি (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় হাসনাত শিকদার নামে একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মো. রফি ঢাকার লক্ষীবাজার এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে এবং হাসনাত ঢাকার বাংলাবাজার এলাকার কামরুল শিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক রফি মারা যান ও আরোহী হাসনাত আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
১ মাস আগে
মুন্সীগঞ্জে সড়ক বিভাজকে বাসের ধাক্কায় নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক বিভাজকের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বেপরোয়া গতির দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ। তবে বাসটির চালক এখনো পলাতক আছেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের পরিদর্শক মাহফুজ রিবেন জানান, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নারীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩
১ বছর আগে
ভারতের শ্রীনগরে হাউজবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটক নিহত
ভারতের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশি পর্যটকরা এই দুর্ঘটনার শিকার হন।
এনডিটিভির খবরে বলা হয়, ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, লেকের পাশে সাফিনা হাউসবোটে অবস্থান করছিলেন বাংলাদেশি পর্যটকরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত
পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত অন্যগুলোতে ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি হাউসবোট ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সাজেক থেকে ফেরার পথে ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে পর্যটক নিহত
১ বছর আগে
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
নিহত মো. আল-আমিন (২৫) মো. খলিল মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন তার দুই বন্ধুর সঙ্গে একই মোটরসাইকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের হাসারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
আরও পড়ুন: দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
পথচারী সুমি আহমেদ তাদেরকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
বাকি দুই বন্ধুর একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং অন্যজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ বছর আগে
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় এক পথচারীকে দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত উজ্জ্বল মৃধা (৩৫) শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে।
অন্যদিকে, রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এক ট্রাকচালক চাকা মেরামত করার সময় পেছন থেকে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলীর (৩৮) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগে।
শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদেরকে চাপা দেয়।
ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।
হাবিবুর রহমান (৬৫) নামে আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মোল্লা জানান, অজ্ঞাতপরিচয় এক জনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
১ বছর আগে
শ্রীনগরে নিখোঁজের ৫ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। জেলার শ্রীনগর উপজেলার কেউটখালী বিল থেকে রবিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
মাদরাসার ছাত্র রাকিব হোসেন (১৩) লস্করপুর চকেরবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেনের ছেলে এবং ওই এলাকার আজিজিয়া দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
পরিবারের দাবি, মাদরাসা থেকেই সে নিখোঁজ হয়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৪ জনের লাশ উদ্ধার
তবে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের দাবি করে বলেন, রাকিব মাদরাসা থেকে বাড়ি যাওয়ার সময় হয়তো নিখোঁজ হয়েছে। মাদরাসা থেকে নয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত রাকিবের হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও নজরদারিতে রেখেছে।
ওসি আরও জানান, এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফুলজোড় নদীতে নিখোঁজ: ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
২ বছর আগে
মুন্সিগঞ্জে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত
শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন।
৪ বছর আগে