ভারতের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশি পর্যটকরা এই দুর্ঘটনার শিকার হন।
এনডিটিভির খবরে বলা হয়, ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, লেকের পাশে সাফিনা হাউসবোটে অবস্থান করছিলেন বাংলাদেশি পর্যটকরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত
পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত অন্যগুলোতে ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি হাউসবোট ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সাজেক থেকে ফেরার পথে ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে পর্যটক নিহত