মায়ের আত্মহত্যা
মায়ের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ছেলের ফোনে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ রাজধানীর মিরপুর থেকে ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাতের দিকে ওই মাকে উদ্ধার করা হয়।
ছেলে (২৬) ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন, ২০১৭ সালে তার বাবা মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ১৯ জেলে
জানা যায়, রাজধানীর মিরপুর থেকে এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তার মা আত্মহত্যার চেষ্টা করছেন।
বারবার কল দিলেও তার মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তার মাকে উদ্ধারের অনুরোধ জানান তিনি।
৯৯৯ এর কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান থানা পুলিশ এবং তথ্যদাতার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন।
তথ্য অনুযায়ী, চন্দ্রিমা থানা পুলিশ বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করার পর সেই মা নিজেই দরজা খোলেন, এরপর তিনি অজ্ঞান হয়ে যান।
পরে জানা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
চন্দ্রিমা থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে (৪৭) অবৈধ সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ওই নারীর ছেলে পুলিশকে জানিয়েছেন, তার মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকালের দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
আরও পড়ুন: ছেলের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোনে উদ্ধার
রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ছেলের দায় স্বীকার!
১ বছর আগে
হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
রাজধানীর হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের রায়ের বাজারের গাদিঘর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান,‘আমরা সন্দেহ করছি যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, বর্তমানে আমরা নিহতের পরিচয় ও শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
২ বছর আগে
গাজীপুরে মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌরসভার কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে নিজের মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় এক নারী। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৬ বছর বয়সী ওই নারী মারা যান। আহত অবস্থায় দুই বছর বয়সের মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে। হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে।’
পড়ুন: কোলের শিশুসহ ট্রেনের নিচে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
যশোরে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
৯ মাসে চলন্ত ট্রেনে ১১০ পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে: মন্ত্রী
৩ বছর আগে
বগুড়ায় শিশু ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে বুধবার ভোরে তিন বছরের শিশু ছেলেকে হত্যার পর এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
৪ বছর আগে