জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক (৪৯) আর নেই। সোমবার (৩ সেপ্টেম্বর) তার পরিবার ও জিম্বাবুয়ে ক্রিকেট সম্প্রদায়ের সূত্র উভয়ই নিশ্চিত করেছে।
স্ট্রিক বাংলাদেশের পেস-বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
মাত্র কয়েকদিন আগে বিশ্বব্যাপী তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। হিথ স্ট্রিক নিজেই পরে স্পষ্ট করেছিলেন যে তিনি জীবিত ছিলেন।
তার স্ত্রী নাদিন স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়গ্রাহী পোস্টে স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জীবিত আছি: মৃত্যুর গুজবে হিথ স্ট্রিক
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বলেছেন, ‘#হিথস্ট্রিক-এর মৃত্যুর কথা শুনে শোকাহত। তিনি ৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর শুরুতে জিম্বাবুয়ে ক্রিকেটের উত্থানের একটি উল্লেখযোগ্য এবং খুবই প্রতিযোগিতামূলক নাম।’
আইপিএল এর অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স হিথ স্ট্রিকের মৃত্যুতে তাদের শোক প্রকাশ করেছে।
হিথ স্ট্রিক তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৫৫টি উইকেট লাভের পাশাপাশি ৪৯৩৩ রান সংগ্রহের অসাধারণ কৃতিত্ব রয়েছে তার।
তিনি চিরকাল তার যুগের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার হাসান মাহমুদ