দেশে ফিরছেন
১৩ বছর পর শনিবার দেশে ফিরছেন কায়কোবাদ
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
কায়কোবাদের দেশে ফেরার খবরে খুশি মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে দলটির হাজারো নেতাকর্মী।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা
মুরাদনগর বিএনপি সূত্র জানিয়েছে, এই বিএনপি নেতাকে স্বাগত জানাতে কুমিল্লা, মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ বিভিন্ন ধর্মের লোকজন প্রস্তুত হচ্ছেন। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করা হচ্ছে।
সূত্র আরও জানায়, কায়কোবাদকে স্বাগত জানাতে মুরাদনগর থেকে ৪০০ বাস ও ২০০০ মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এই হিসাবের বাইরে আরও অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন বলেন, ‘দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকা মুরাদনগরের এই নেতা দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দলমত র্নিবিশেষে সব শ্রেণিপেশার মানুষ এরই মধ্যে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে।’
১ দিন আগে
মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরছেন আজ
মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। শনিবার সকালে মিয়ানমারের রাখাইনের সিতওয়ে বন্দর থেকে রওনা হয়েছে।
রাখাইন রাজ্যে চলমান সংঘাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারে আগত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাবাসিতদের বহন করছে। জাহাজটি আজ (২৯ সেপ্টেম্বর) সকালের মধ্যে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
প্রত্যাগত ৮৫ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের অধিকাংশই (৫৬জন) কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার এবং বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।
আরও পড়ুন: রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েস্থ বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার বাংলাদেশি নাগরিকদের দেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে।
সর্বশেষ চলতি বছরের ৮ জুন ৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে ইতিবাচক মিয়ানমার
২ মাস আগে
প্রায় ৩০০ অস্ট্রেলিয়ান নাগরিক দেশে ফিরে যাচ্ছেন
অস্ট্রেলিয়ার প্রায় তিনশ নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবার বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন।
৪ বছর আগে