দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
কায়কোবাদের দেশে ফেরার খবরে খুশি মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে দলটির হাজারো নেতাকর্মী।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা
মুরাদনগর বিএনপি সূত্র জানিয়েছে, এই বিএনপি নেতাকে স্বাগত জানাতে কুমিল্লা, মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ বিভিন্ন ধর্মের লোকজন প্রস্তুত হচ্ছেন। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করা হচ্ছে।
সূত্র আরও জানায়, কায়কোবাদকে স্বাগত জানাতে মুরাদনগর থেকে ৪০০ বাস ও ২০০০ মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এই হিসাবের বাইরে আরও অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন বলেন, ‘দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকা মুরাদনগরের এই নেতা দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দলমত র্নিবিশেষে সব শ্রেণিপেশার মানুষ এরই মধ্যে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে।’