সংঘর্ষে
সাতক্ষীরায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ নারী নিহত
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ওমরাহযাত্রী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড়ে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন।
আশাশুনি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী জানান, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান, রেশমা খাতুন, আছিয়া খাতুন, হুমায়ু কবির ও ফজিলা খাতুন পাইকগাছা থেকে ইজিবাইকে সাতক্ষীরা যাচ্ছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
তিনি জানান, নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ন- ১৯-৫৫৬০) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যায়।
ওসি আরও জানান, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত
৪১৯ দিন আগে
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আজিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ৭নং ওয়ার্ডের সবেক কাউন্সিলর মো. আলমাছ মিয়ার অফিস সংলগ্ন মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।
আরও পড়ুন: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
নিহত আজিম নরায়ণগঞ্জের আমির হেসেনের ছেলে এবং আলীজান জুট মিল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে আজিম তার নানর বাড়ি কাউরিয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন- কাউরিয়াপাড়া এলাকার মো. ছাত্তার মিয়ার মেয়ের জামাতা আমির হোসেন, ছেলে রায়হান ও তান্না। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার কাউরিয়া পাড়া মহল্লার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে একপর্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে চারজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে আজিম নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, ঘাটের ইজারাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
৫৮৭ দিন আগে
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় অন্য আরেকটি পরিবারের তিনজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় মেয়ে ছালেহা বেগম (৪৫)।
আহতেরা হলেন- মো. নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) ও কন্যাশিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০) এবং অটোরিকশা চালক শান্ত (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদর্শন জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মারা যান। বাকিদের ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজ চলছে। সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
কুমিল্লায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৬৯২ দিন আগে
সিলেটে ট্যাংকলরি ও অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জানা যায়নি। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
আরও পড়ুন: কুড়িগ্রামে ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্যাংকলরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরিটির।
এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার নারী যাত্রী নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।
তিনি জানান, ট্যাংকলরির চালককে আটক এবং লরিটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
৭২৪ দিন আগে
সিলেটে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম (৪০) ফেনী জেলার বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
এ দুর্ঘটনায় গুরুতর আহত সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হোসেন (৩৫) ও সিরাজ মিয়াকে (৩০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৭৩১ দিন আগে
নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রবিবার উপজেলার ফুলহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধা জেলার মুকুল (৪০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, অটোরিকশাটি মদনপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৭৩২ দিন আগে
সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধা নিহত, আহত ২
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সাতমাইল পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাহেরা বেগম (৯০) সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।
আহতরা হলেন- দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪)।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সাতমাইল পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে তাহেরা বেগম ঘটনাস্থলেই মারা যান। আর মারাত্মক আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক উল্টে বাবা-ছেলে নিহত
৭৪০ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গার বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঈনুদ্দিন হোসেন(২৫) উপজেলার কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত হাসিবুল একই গ্রামের বগা মিয়ার ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, শুক্রবার রাতে দুই যুবক মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে ব্যক্তিগত কাজে দামুড়হুদায় যাচ্ছিল। পথিমধ্যে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা বটতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মঈনুদ্দিন হোসেন মারা যায়। আহত হাসিবুলকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
৭৪৮ দিন আগে
দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৮
দিনাজপুর সদর উপজেলায় বিআরটিসি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আট জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় দরবারপুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরের শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান (২৬), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম আহমেদ (২৭) এবং খামার সাতনালা জসিম মেম্বারপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ফয়জার উদ্দিন (৪০)।
আরও পড়ুন: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসির বাসটি পিরোজপুরের উদ্দেশে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ব্যাটারির কিছু ভাঙারি মালামাল নিয়ে রানীরবন্দর থেকে দিনাজপুর শহরে আসছিল। দরবারপুর এলাকায় পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপচালক ও তার দুই সহকারীর।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা জানান, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশ মাইলের টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত
ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩
৭৫৯ দিন আগে
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সুনামগঞ্জের হালুয়ারগাঁও এলাকায় সিলেটগামী ট্রাক ও সুনামগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক মো. সইল মিয়া(৫০) জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের হালুয়াগাঁও এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুইজন যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক পালিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
৭৬৫ দিন আগে