সংঘর্ষে
মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
মাগুরার শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে মঙ্গলবার সকালে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহত মো.পাপ্পু (১৯) উপজেলার চৌগাছী মধ্য পাড়া গ্রামের মো. করিম মীরের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, তারাউজিয়াল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হলে পাপ্পুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুর: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৮
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
মীরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে পিকআপ ও বাসের সংঘর্ষে তিনজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শনিবার উপজেলার চিনকী আস্তানা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ চালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২) এবং বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)।
গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তারা হলেন- আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫)।
আরও পড়ুন: বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
নিহত সোহেলের আত্মীয় জহিরুল ইসলাম জানান, তারা ঢাকা থেকে পিকআপযোগে চট্টগ্রামে একটি জাহাজ মেরামতের কাজ করতে যাচ্ছিলেন। এসময় চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই স্থানে রাস্তার পাশে পিকআপ দাঁড় করায়। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে পাঁচজনের মধ্যে তিনজন মারা যান।
মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, আজ ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপকে পিছন থেকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপচালকসহ পাঁচজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরও এককজন মারা যান।
আরও পড়ুন: ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত
মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর ৪টার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ৩০জন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী ও পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল।
আরও পড়ুন: মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়।
আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে।
পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
মাগুরার মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত ও ২২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে আহাদ মেম্বারের সমার্থক ও বাবু মাস্টারের সমর্থকদের মধ্যে এই সংর্ঘের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাবু মাস্টার বলেন, শুক্রবার খুব সকালে পাশ্ববর্তী খলিশাখালি গ্রাম থেকে লোক ভাড়া করে এনে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহানুর ইসলাম ঘটনাস্থলে রয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরেই এই সংর্ঘের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়।
ওসি আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: আড়াইহাজারে লেগুনা-কাভার্ড ভানের সংঘর্ষ, দুই গাড়ির চালক নিহত
ফেনীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৯
কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ পুলিশ সদস্যসহ ২৯ জন আহত হয়েছেন। লাঠিচার্জ ও শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে বারোটায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
বিএনপি সূত্র জানায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুবদল নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার পথে স্লোগানে বাঁধা দেয় পুলিশ। পরে, বিনা উস্কানিতে পুলিশ যুবদল নেতাকর্মীদের উপর চড়াও হয়ে লাঠিচার্জ ও গুলি করে।
আরও পড়ুন: নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০, আটক ১৩
এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়েরসহ ১৮ জন নেতাকর্মী পুলিশের গুলি ও লাঠিচার্জে আহত হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
পরে, বিকাল সোয়া ৩টা পর্যন্ত পুলিশ জেলা বিএনপি কার্যালয়ে ঘেরাও করে রাখে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রহুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ শীর্ষ নেতারা আটকা পড়েন। পুলিশ চলে গেলে নেতারা বেড়িয়ে যান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, যুবদলের মিছিল থেকে উদ্ধত্যপূর্ণ আচরণ করায় তিনি নিজে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও বেপরোয়া হয়ে তার প্রতি চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ রূপগঞ্জের নাইম মিয়ার ছেলে ও আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
মাদারীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুরের রাজৈরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সানেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন - রাজৈর উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাদবরের ছেলে পলাশ মাদবর (৩০) এবং একই এলাকার আফরোজা আক্তার (২৫) ।
আহত নারীর নাম জেসমিন আক্তার (৩০) ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে মোল্লাদিগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং পথচারী এক নারী আহত হন। আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
আহতদের মধ্যে দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি তিনজন একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
আরও পড়ুন: মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা আর কে ট্রাভেলস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একইসঙ্গে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের চালকসহ ছয়জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই আহত ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে একজন মারা গেছেন। এছাড়া আনোয়ার নামে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট মহানগরীর কাজিরবাজার ব্রিজের ওপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহত নির্মল সরকার (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রামের সুকলাল সরকারের ছেলে। তিনি নগরীর আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
আহত মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের ওপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনেই গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত ৪০
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনও রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩
বিএনপি নেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে দল। এরই অংশ হিসেবে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ বাঁশখালীতে সমাবেশ করেছি। এরপর শান্তিপূর্ণ একটি মিছিল বের করলে পুলিশ আমাদের ওপর এলোপাতাড়ি লাঠিচার্জ ও গুলি করে। আমাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তার মধ্যে ৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান জানান, বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাঙচুর করতে চেয়েছিল। তখন তাদের রাস্তায় উঠা যাবে না বললে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও জানান, বিএনপির হামলায় আমাদের ওসি স্যার কামাল উদ্দিন, এসআইসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
আরও পড়ুন: খুলনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১৫ জন আহত
ফেনীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ২২৪ জনের বিরুদ্ধে মামলা