দিনাজপুর সদর উপজেলায় বিআরটিসি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আট জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় দরবারপুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরের শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান (২৬), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম আহমেদ (২৭) এবং খামার সাতনালা জসিম মেম্বারপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ফয়জার উদ্দিন (৪০)।
আরও পড়ুন: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসির বাসটি পিরোজপুরের উদ্দেশে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ব্যাটারির কিছু ভাঙারি মালামাল নিয়ে রানীরবন্দর থেকে দিনাজপুর শহরে আসছিল। দরবারপুর এলাকায় পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপচালক ও তার দুই সহকারীর।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা জানান, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশ মাইলের টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত