গুরুত্ব
এনবিআর পরিদর্শনে গিয়ে কাজের গুরুত্ব তুলে ধরলেন অর্থ উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কাগজপত্র যাচাই-বাছাই করে আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) শেরেবাংলা নগরের এনবিআরে সফরকালে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই-বাছাই করে এসব পণ্য বন্দর থেকে ছাড়তে বলেছি।’
জাতীয় রাজস্ব বোর্ড সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দেশের শিল্প ও বাণিজ্যের বিকাশে তাদের বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সালেহউদ্দিন বলেন, ‘তাদের কাজ হচ্ছে রাজস্ব আদায় করা, করদাতাদের সঙ্গে কোনো ঝামেলা না করে সর্বোচ্চ আদায় করতে হবে, তবে তাদের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে।’
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারে ফের রদবদল, পদ পুনর্বিন্যাস করলেও নেই চাকরির বিজ্ঞপ্তি
এই উপদেষ্টা আরও বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন, যা এই মুহূর্তে দুই অঙ্কের (ডাবল ডিজিট) নিচে।
তিনি বলেন, ‘সবসময় অন্যের কাছ থেকে ঋণ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না।’
এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, চলতি অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
তিনি বলেন, 'আমরা নিশ্চিত করব যাতে কোনো ব্যত্যয় না হয় এবং সঠিক সময়ে রাজস্ব আদায় করা হবে। এজন্য আমাদের রাজস্ব কর্মকর্তারা কঠোর পরিশ্রম করবেন।’
এনবিআর দ্রুততম সময়ে তার যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, 'আমরা আমাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের পূর্ণ আস্থা দেব।’
আরও পড়ুন: অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নে ১০ সদস্যের প্যানেল অনুমোদন প্রধান উপদেষ্টার
২ মাস আগে
রাজনৈতিক কর্মসূচিতে জনস্বার্থ বিষয়ে গুরুত্ব দিন: রাষ্ট্রপতি
রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে প্রাধান্য দিতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকার ও রাজনীতিবিদদের গৃহীত সব সিদ্ধান্তে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, ‘কে বা কারা এই সিদ্ধান্ত নিল সেটা বড় কথা নয়- জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না বা জনস্বার্থ রক্ষা করা হচ্ছে কি না সেটাই বড় কথা।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাহাবুদ্দিন আরও বলেন, রাজনৈতিক সুবিধার জন্য জনস্বার্থকে ধ্বংস করা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির পরিচয় দেয়।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০০০ সালের ২৬ এপ্রিল গোপালগঞ্জ জেলার গিমাডাঙ্গায় কমিউনিটি ক্লিনিক চালু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার এই জনপ্রিয় উদ্যোগ বন্ধ হয়ে যায়। এটি ছিল তৎকালীন সরকারের প্রতিহিংসাপরায়ণ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।’
দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে, এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকারও অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘জনস্বার্থে সরকারের নেওয়া সব উদ্যোগ সফল করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দেশের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সরকারের কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক জনগণের আস্থার স্থানে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কমিউনিটি ক্লিনিকের উপযোগিতা ও সুনাম গ্রাম-শহর ছাড়িয়ে জাতীয় পর্যায়ে এমনকি বিশ্বজুড়েও ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার কমিউনিটি ক্লিনিক কার্যক্রম, আশ্রয় কেন্দ্র, সবার জন্য বিদ্যুৎ, আমার বাড়ি, আমার খামার, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ মোট ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ইউএই নেতাদের অভিনন্দন
রাষ্ট্রপতি আরও বলেন, 'কমিউনিটি ক্লিনিক' শিরোনামে জাতিসংঘের এই ঐতিহাসিক প্রস্তাব, 'শেখ হাসিনা ইনিশিয়েটিভ' সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সরকারের উদ্ভাবনী নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
জনগণের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব পদক্ষেপ বাস্তবায়নে সমন্বিত কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ১৭৩টি কমিউনিটি ক্লিনিক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি তৃণমূল পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেল হিসেবে কাজ করছে এবং স্বাস্থ্য শিক্ষা দিচ্ছে।
এ সময় কোভিড-১৯ মহামারি চলাকালীন গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিকের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
স্বাস্থ্যখাতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) অ্যাওয়ার্ড এবং ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ডের মতো অনেক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশ অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই অর্জন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জাতিকে গর্বিত করেছে।
সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির, কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মো. কাইয়ুম তালুকদার বক্তব্য দেন।
বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রভাষক মুক্তিযোদ্ধা ডা. আহমদ আল কবির এবং গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসকে 'দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ' স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে 'স্মার্ট কমিউনিটি ক্লিনিক-কমিউনিটি ক্লিনিক-গ্লোবালাইজেশন অব কমিউনিটি ক্লিনিক' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার যেন না হয় তা নিশ্চিত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
৬ মাস আগে
বাজার ব্যবস্থাপনায় আমরা খুব গুরুত্ব দিচ্ছি: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, বাজার ব্যবস্থাপনায় আমরা খুব গুরুত্ব দিচ্ছি। মজুতদারদের বিরুদ্ধে এবার খুবই সতর্ক সরকার। এছাড়া পণ্য মজুত করে ভোক্তাদের কৃত্রিম সংকটে ফেলতে দেওয়া হবে না।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান স্ট্যান বর্ন -এর নেতৃত্বে ইউএস কৃষি বিভাগের ৯ সদস্যের প্রতিনিধিদল, ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস পৃথক বৈঠক করেছেন।
পরে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: আমাদের এখন লক্ষ্য ডালে স্বয়ংসম্পূর্ণ হওয়া: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী বলেন, রমজান মাস আসছে, জিনিসপত্রের দাম যাতে না বাড়ে- এ বিষয়ে আমরা খুব সজাগ আছি।
সম্প্রতি আমরা তিন মন্ত্রী (খাদ্যমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী) মিটিং করেছি। যখনই প্রয়োজন হবে আমরা আবার একত্রে বসব।
প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গেও মিটিং করব।
ছোট ব্যবসায়ীরা যাতে বিপদে না পড়ে- সেটা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। শিগগিরই পেঁয়াজ ও আলুর দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।
এদিকে বৈঠকে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণা জোরদার ও প্রযুক্তি বিনিময় প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
মিশরে পাটের চাষ পুনরায় শুরু করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।
রাষ্ট্রদূত বলেন, একসময় মিশরে পাটের চাষ হতো, এখন হয় না। বর্তমানে মিশরে পাট প্রক্রিয়াজাতকরণের ভালো ইন্ড্রাস্ট্রি রয়েছে। আমরা মিশরে পাটের চাষ পুনরায় শুরু করতে চাই। এক্ষেত্রে জাত, বীজ ও প্রযুক্তিগত বিষয়ে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।
মিশরের প্রস্তাবটি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। মিশর ও বাংলাদেশের মধ্যে তুলা উৎপাদনে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক রয়েছে।
সেটিকে কাজে লাগিয়ে তুলা উৎপাদনে সহযোগিতার জন্য মিশরকে অনুরোধ করেন মন্ত্রী।
আরও পড়ুন: জিনোম সেন্টারকে কাজে লাগিয়ে পাটের উৎপাদন বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
৮ মাস আগে
বিএনপির ‘এক দফা’ কোনো গুরুত্ববহন করে না: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মাঝে মধ্যে এক দফার আন্দোলন ঘোষণা করে। তাই তাদের নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা বিশেষ কোনো গুরুত্ববহ করে না। তবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকব, দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেব না।’
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: তত্ত্বাধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না: তথ্যমন্ত্রী
১২ জুলাই বিএনপির একদফা দাবি ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা অতীতেও দেখেছি বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা করে, তখনই তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, জনজীবনে ভোগান্তি ঘটায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারই তাদের মূল উদ্দেশ্য। সেই সুযোগ আমরা দেব না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে থাকব, জনগণের পাশে থাকব।’
মন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এখন দেশে অবস্থান করছে। এই সময় তাদের এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে, তারা আসলেই কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে সন্দিহান। তারা শক্তি দেখানোর জন্য চেষ্টা করছে মাত্র।’
তিনি বলেন, ‘বিদেশিদের কাছে বিএনপির শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন তো নেই। তাদের যদি কোনো অনুযোগ, অভিযোগ থাকে সেটি জনগণের কাছে বলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাদের সমস্ত কর্মসূচি, সমস্ত কথাবার্তা হচ্ছে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টাপ্রসূত। এটি রাজনৈতিক দল হিসেবে তাদের দেউলিয়াত্বই প্রকাশ করে।’
জাতীয় সংসদে নির্বাচন পরিচালনা সংক্রান্ত রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার (আরপিও) সংশোধন বিল পাস হওয়ায় নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করলেও বিএনপি বিরূপ মন্তব্য করেছে। এ নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। তারা যখন সন্তোষ প্রকাশ করে আমি সেটির সঙ্গে সহমত পোষণ করি। কারণ নির্বাচন কমিশনই বলছে যে, তারা আরপিও সংশোধনের যে প্রস্তাব দিয়েছিল সেটি যেভাবে সংসদে পাশ হয়েছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট। নির্বাচন কমিশন যে শক্তিশালী অবস্থানে আছে সেই অবস্থানে থেকে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবে, সেটিই আমাদের প্রত্যাশা।’
বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘আমরা রাজা-রানির দেশে বাস করতে চাইনি, গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন করেছিলাম’ এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কখন মুক্তিযুদ্ধ করেছেন আমি সেই প্রশ্ন রাখতে চাই। মুক্তিযুদ্ধের পরে তো উনি কিছুদিন উনার বাবাসহ আত্মগোপনে ছিলেন। উনি তো মুক্তিযুদ্ধ করেননি। বরং কয়দিন আগে মির্জা ফখরুল সাহেব বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। যে দলের মহাসচিব ‘পাকিস্তানই ভালো ছিল’ বলেন সেই দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়েই তো প্রশ্ন থেকে যায়। কারণ তার দল তাকে শোকজ করেনি বা তার পদ থেকে বাদ দেয়নি। সুতরাং মির্জা ফখরুল সাহেবরা ‘বাংলাদেশ’ কতটুকু বিশ্বাস করে সেটি প্রশ্ন। তিনি রাজা-রানি বলতে কি বেগম খালেদা জিয়াকে বুঝিয়েছেন কি না সেটিও প্রশ্ন।’
আরও পড়ুন: বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি: তথ্যমন্ত্রী
মার্কিন কর্মকর্তাদের আগমন দু’দেশের ঘনিষ্ঠতর সম্পর্কের বার্তাবাহী: তথ্যমন্ত্রী
১ বছর আগে
কোভিড-১৯ বিপর্যয়: নতুন বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে জাতীয় অর্থনীতি সচল করার জন্য কৃষি ও স্বাস্থ্য খাতে বেশি মনোনিবেশ করে সরকারের আগামী বাজেটে (২০২০ -১৯) কৌশলগত ‘পুনরুদ্ধার পরিকল্পনা’ নেয়ার সম্ভাবনা রয়েছে।
৪ বছর আগে
আশুরার গুরুত্ব ও তাৎপর্য
ঢাকা, ০৮ সেপ্টেম্বর (ইউএনবি)- সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।
৫ বছর আগে