জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কাগজপত্র যাচাই-বাছাই করে আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) শেরেবাংলা নগরের এনবিআরে সফরকালে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই-বাছাই করে এসব পণ্য বন্দর থেকে ছাড়তে বলেছি।’
জাতীয় রাজস্ব বোর্ড সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দেশের শিল্প ও বাণিজ্যের বিকাশে তাদের বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সালেহউদ্দিন বলেন, ‘তাদের কাজ হচ্ছে রাজস্ব আদায় করা, করদাতাদের সঙ্গে কোনো ঝামেলা না করে সর্বোচ্চ আদায় করতে হবে, তবে তাদের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে।’
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারে ফের রদবদল, পদ পুনর্বিন্যাস করলেও নেই চাকরির বিজ্ঞপ্তি
এই উপদেষ্টা আরও বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন, যা এই মুহূর্তে দুই অঙ্কের (ডাবল ডিজিট) নিচে।
তিনি বলেন, ‘সবসময় অন্যের কাছ থেকে ঋণ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না।’
এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, চলতি অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
তিনি বলেন, 'আমরা নিশ্চিত করব যাতে কোনো ব্যত্যয় না হয় এবং সঠিক সময়ে রাজস্ব আদায় করা হবে। এজন্য আমাদের রাজস্ব কর্মকর্তারা কঠোর পরিশ্রম করবেন।’
এনবিআর দ্রুততম সময়ে তার যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, 'আমরা আমাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের পূর্ণ আস্থা দেব।’
আরও পড়ুন: অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নে ১০ সদস্যের প্যানেল অনুমোদন প্রধান উপদেষ্টার