কিশোর গ্রেপ্তার
শিশু ধর্ষণের খবরে বাবার মৃত্যু! ২ কিশোর গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকালে ধর্ষণের এই ঘটনাটি ঘটে।
শিশুটির মামা মুমিন মিয়া জানান, মেয়ের ধর্ষণের খবরে মারা যান তার বাবা। তিনি বলেন, ‘তার বাবা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। তার মেয়ের ঘটনা শোনার পর থেকে তিনি অসুস্থবোধ করেন, একপর্যায় সকাল ১১টার দিকে মারা যান।’
এই ঘটনায় ভিকটিমের নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।
আরও পড়ুন: ধর্ষণের শিকার চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা নেড়েছে: প্রেস উইং
স্থানীয়রা জানায়, গত ৯ মার্চ বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্ন-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে কিশোররা পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠনো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। ওইদিন রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে নোফায়েল ও শামীমকে আটক করে পুলিশ।
আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘শিশুটি ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
২৬৯ দিন আগে
চাঁদপুরে ‘ভারতীয় সিরিয়াল দেখে’ শিশু হত্যার অভিযোগ, কিশোর গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জের ‘ভারতীয় সিরিয়াল দেখে’ উদ্বুদ্ধ হয়ে মুক্তিপণ আদায়ের জন্য শিশুকে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
নিহত আদিল মোহাম্মদ সোহান (৮) পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। গ্রেপ্তার আবদুল আহাদ (১৭) একই এলাকার শরীফ তালুকদারের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার
পুলিশ সুপার বলেন, আদিল গত ১৫ মে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যায়। মসজিদ থেকে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরদিন ১৬ মে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন তার বাবা। ১৯ মে সকালে প্রতিবেশি আবদুল মতিন জমি থেকে আদিলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশের একটি টিম মামলাটির তদন্ত শুরু করে।
পুলিশ সুপার আরও বলেন, মঙ্গলবার (২৩ মে) জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং জানায় ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে সে মুক্তিপণ আদায়ের জন্য আদিলকে অপহরণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। সে তার মায়ের মোবাইল ব্যবহার করে আদিলের মার কাছে মুক্তিপণ আদায়ের জন্য কল দেয়। কিন্তু আদিলের মা তার সন্তানকে খুঁজতে গিয়ে মোবাইল ফোন ঘরে রেখে যান। যে কারণে ফোন রিসিভ হয়নি। এরপর সে নিজেও শিশুটির পরিবারের সঙ্গে তাকে খোঁজাখুঁজি করে। এরপর গভীর রাতে প্রতিবেশি আবদুল মতিনের জমিতে আদিলের লাশ পুঁতে রাখে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক।
আরও পড়ুন: বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঢাকায় ৮ বছর পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার: র্যাব
৯২৫ দিন আগে
আখ খেতে নিয়ে শিশু ধর্ষণ, বাগেরহাটে ২ কিশোর গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আখ খেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার চরবানিয়ারি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে ওই দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: আটক ৫
গ্রেপ্তাররা হলেন-চিতলমারী উপজেলার চর শৈলাদহ আদর্শ গ্রামের সুজন খানের ছেলে জাকির খান (১৬) ও একই এলাকার হায়দার শেখের ছেলে শামীম শেখ (১৭)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে খেলার কথা বলে বাড়ির পাশের আখ খেতে নিয়ে ওই দুই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার বাবা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই কিশোরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে তারা শিশুটির বাবার হাত-পা ধরে ক্ষমা চেয়ে চলে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।
আরও পড়ুন: যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ওসি জানান, শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
১৬৮৭ দিন আগে
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন সোহেল (১৬) একই গ্রামের সাহের আলী সরকারের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
শিশুটির মা ও এলাকাবাসীর বরাতে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সোহেল নিজ ঘরে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত সোহেলকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলকে গ্রেপ্তার করেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: আটক ৫
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
১৭০৭ দিন আগে
খুলনায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
খুলনার ডুমুরিয়া উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭৩৫ দিন আগে
নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ কিশোর গ্রেপ্তার
কালিয়া উপজেলায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৭৬৪ দিন আগে
নারায়ণগঞ্জে শিশু ‘ধর্ষণের’ অভিযোগে কিশোর গ্রেপ্তার
ফতুল্লার চরকাশীপুর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮৬০ দিন আগে
মাগুরায় শিশু ধর্ষণের চেষ্টায় কিশোর গ্রেপ্তার
সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শনিবার সকালে ১৩ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০৫৬ দিন আগে