গ্রেপ্তার নিশানের (১৭) বাড়ি পৌর এলাকার উথালী গ্রামে।
আর পড়ুন:স্ত্রীকে তালাকের পর শ্যালিকাকে জোরপূবর্ক ‘ধর্ষণ’
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে মেয়েটি মাঠ থেকে ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। পথে ছয়জন তাকে ধরে গ্রামের বিলে কাছে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেখানেই ফেলে চলে যায়।
ওই ছাত্রী পুলিশকে জানায়, তিনজন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে আসলে বাড়িতে আসে সে।
মেয়েটিকে বৃহস্পতিবার রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই সাথে তার বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে শিশু ও রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আমানউল্লাহ আল বারী বলেন, ‘এজাহারভুক্ত আসামি নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।’
নাটোরে যৌন নির্যাতন তদন্তে নতুন কমিটি
সিংড়া উপজেলার হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটিতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তাকে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: ‘স্টেজ প্রোগ্রামের’ কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫
এর আগে, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রধান হয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করেন। কিন্তু ওই কমিটির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে গঠন করা হয় নতুন তদন্ত কমিটি।
গত বছরের ২৮ ডিসেম্বর নিজের ছোট বোনকে স্কুলে ভর্তি করাতে গিয়ে হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী রোজাউল করিমের হাতে যৌন নির্যাতনের শিকার হন এ কলেজছাত্রী।
এদিকে, সঠিক তদন্ত ও দায়ী সবার শাস্তির দাবিতে বুধবার কলেজের সামনে মানববন্ধন করেছেন অভিভাবকরা।