বিদ্যুৎস্পৃষ্টে
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
মাগুরার শ্রীপুরে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মছিউল আজম খান নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গবার (১১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে নিজের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিহত মছিউল আজম খান খড়িবাড়িয়া গ্রামের মৃত আলী খানের ছেলে এবং তিনি ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মছিউল বাড়ির গাছ থেকে জাম পাড়ার সময় বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
৬ মাস আগে
পাখি উদ্ধারের সময় মৃত্যু: উদ্ধারকারী আতিফকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল
প্রশিক্ষণ ছাড়া কোনো কোনো ‘অ্যানিমেল রেসকিউ’ প্রতিষ্ঠান প্রাণী উদ্ধারের কাজ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ‘রবিনহুড-দ্য অ্যানিমেল রেসকিউয়ার’ এর স্বেচ্ছাসেবক আতিফ ইসলামকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
নিহত আতিফের মা তানজিনা রহমান টুম্পার করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
রিটকারীর আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিদ্যুতের তারে আটকা পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটি’র সদস্য আতিফ চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান।
আতিফকে দগ্ধ অবস্থায় প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে ২২ ডিসেম্বর মধ্যরাতে তিনি মারা যান। আগের দিন ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কেরাণীগঞ্জের হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান গণমাধ্যমকে জানান, তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পড়া পশুপাখি উদ্ধারে কাজ করেন। তারা মুঠোফোনে খবর পান যে হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে আছে। এরপর তাদের ৫-৬ জনের একটি দল ঘটনাস্থলে যায় পাখিটি উদ্ধারে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি ৩ তলা বাড়ির ছাদে ওঠেন উদ্ধারকারীরা। আতিফ তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। তবে লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে আগুন জলে ওঠে। এতে ৩ জন বিদ্যুতায়িত হন। দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
অন্যদিকে আতিফের বাবা মো. নাজমুল হোসেন সেদিন গণমাধ্যমকে জানান, তাদের বাসা লালবাগে। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আতিফ। পশুপাখির প্রতি ভালোবাসা থেকেই লেখাপড়ার পাশাপাশি এ কাজে যুক্ত ছিলেন আতিফ। এ ঘটনায় আতিফের মা বাদী হয়ে হাইকোর্টে রিট করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় বিপন্ন ’গ্রিন উইং’ ম্যাকাও পাখি উদ্ধার
৯ মাস আগে
রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সূত্রধর (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাওয়ালি বাজার মহেরা গ্রামের রামকৃষ্ণের ছেলে এবং তিনি বাড্ডা এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হৃদয় অন্যদের সঙ্গে আজমপুরের হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির বিলবোর্ড লাগাতে যান। হৃদয় আরেকজনের সঙ্গে সিঁড়ি বেয়ে একটি ভবনের উপরের অংশে ওঠার চেষ্টা করছিল।
দুপুর ১২টার দিকে ভবন সংলগ্ন মইটি হঠাৎ তার ওপরে পড়ে গেলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাদের উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
টঙ্গীতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
১ বছর আগে
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক টিউবওয়েল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খলিল মিয়া (২৭) জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মো.গেন্দু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েলমিস্ত্রী খলিল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামের নজরুলের বাড়িতে সাবমারসিবল পাম্পে কাজ করছিলেন। তিনি বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই কাজ শুরু করেন। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
চাঁদপুর শহরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭৫) নামে আরও এক বৃদ্ধ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে দিকে সদরের বহরীয়া লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম রামদাসদী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিহতরা হলো-গ্রামের আকবর মিজির ছেলে শামীম মিজি (১৩) ও জাহাঙ্গীর খানের ছেলে মিনহাজ খান (১২)।
নিহতরা একই গ্রামের স্থানীয় লালুর দোকান এলাকার বাসিন্দা। তারা দুইজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
আহত হাফেজ খান ওই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, ঝড় তুফান ও বৃষ্টি কমলে মাঠে খেলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন শামীম ও মিনহাজ। এ সময় হাফেজ খান নামের এক বৃদ্ধও আহত হন।
পরে দুই কিশোর গুরুতর আহত হলে তাদের দ্রুত জেলা সদর হাসপাতালে আনার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত ঘোষণার পরপরই স্বজনদের লাশ বাড়িতে নিয়ে যেতে না দেওয়ায় হাসপাতালের স্টাফদের উপর হামলা করে মৃতদের বিক্ষুব্ধ স্বজনরা। এতে করে হাসপাতালে নিহতদের স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ রশিদ জানান, এখন লাশ থানার হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
১ বছর আগে
কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে একজন লাইনম্যান নিহত এবং হেডমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে কুমারখালী পৌরসভার খোকনমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইনম্যানের নাম মো. মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
আহত হেডমিস্ত্রী রাজু হোসেন (৪৫) একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে।
জানা যায়, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ( ওজোপাডিকোলি) পৌরসভার খোকনমোড় এলাকায় উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। উন্নয়ন কাজের জন্য বেলা দুইটা পর্যন্ত বিদ্যুত লাইন বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী মো. রাজু হোসেন। কাজ চলাকালীন সময়ে শ্রমিকদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে রাজুর কথা হয়েছিল। কিন্তু হঠাৎ বেলা দেড়টার দিকে লাইন চালু হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
এবিষয়ে শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তারা খোকন মোড়ে কাজ করছিলেন। রাজু স্যারের সঙ্গে তাদের বারবার কথা হচ্ছিল। দুইটা পর্যন্ত লাইন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হলে দুর্ঘটনায় মানিক মারা যান এবং হেডমিস্ত্রি আহত হন।
এবিষয়ে কাজের ঠিকাদার ময়েজ উদ্দিন বলেন, তিনি অন্য সাইডের কাজে ছিলেন। লাইন বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই লাইন চালু হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।
শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী ওজোপাডিকোলি'র প্রকৌশলী মো. মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, বিদ্যুত অফিস দুইটার পরিবর্তে দেড়টার দিকে লাইন চালু করায় এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যাংক কর্মকর্তা নিহত
১ বছর আগে
চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের উত্তর পাশে তহশীলদের বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবক পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা।
আহত সবুজ পাটওয়ারী (২৫) উত্তর গুনরাজদি এলাকার মৃত মালেক পাটোয়ারীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহত সবুজ সোমবার গভীর রাতে ঘোড়ামারা এলাকার তহশিলদার বাড়ির পিছনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আগুনে দগ্ধ হয়ে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেয়।
আরও পড়ুন: যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত সবুজের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
এদিকে এ ব্যাপারে চাঁদপুর পিডিবি’র কর্মকর্তারা ইউএনবিকে জানান, এতে তাদের বিদ্যুতের কোন ক্ষতি হয়নি।
আরও পড়ুন: প্রতি ইউনিট খুচরা বিদ্যুৎ ৯.০৩ টাকা করার প্রস্তাব বিপিডিবি’র
ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২ বছর আগে
ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত এবং একই এলাকার এক যুবক গুরুতর আহত হয়েছে।
শনিবার রাতে রেল স্টেশন সংলগ্ন চাঁন মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত শামিম (১৬) শামিম শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। গুরুতর আহত হয় সাজ্জাদ (১৯)।
আরও পড়ুন: চাঁদপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক শামিম ও সাজ্জাদ পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে
উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
ওই এলাকার পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দুজনই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পরে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শামিম মারা যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু
২ বছর আগে
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় রবিবার সকালে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত ফারুক আহমেদ (৩০) পেশায় নির্মাণ শ্রমিক ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটতে গিয়ে পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ফারুক আহমেদ মারা যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এছাড়া কোনো অভিযোগ না থাকায় লাম পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ভূরুঙ্গামারী খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
২ বছর আগে
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদরী বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আদরী বেগম ওই গ্রামের আনসার আলীর মেয়ে।
আরও পড়ুন:চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহত আদরী বেগম মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রান্না ঘরে টেবিল ফ্যান চালু করে কাজ করছিলেন। এসময় ফ্যানের পিছনের প্লাস্টিকের ঢাকনা খুলে পড়ে। আদরী ফ্যানের পিছনের ঢাকনা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন:যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
২ বছর আগে