চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের উত্তর পাশে তহশীলদের বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবক পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা।
আহত সবুজ পাটওয়ারী (২৫) উত্তর গুনরাজদি এলাকার মৃত মালেক পাটোয়ারীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহত সবুজ সোমবার গভীর রাতে ঘোড়ামারা এলাকার তহশিলদার বাড়ির পিছনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আগুনে দগ্ধ হয়ে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেয়।
আরও পড়ুন: যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত সবুজের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
এদিকে এ ব্যাপারে চাঁদপুর পিডিবি’র কর্মকর্তারা ইউএনবিকে জানান, এতে তাদের বিদ্যুতের কোন ক্ষতি হয়নি।
আরও পড়ুন: প্রতি ইউনিট খুচরা বিদ্যুৎ ৯.০৩ টাকা করার প্রস্তাব বিপিডিবি’র