সিরাজগঞ্জে
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে সিরাজগঞ্জে অস্বাভাবিকভাবে বাড়ছে যমুনা নদীর পানি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৬২ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্ট ৬৩ সেন্টিমিটার পানি বেড়েছে।
আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপরে, পানিবন্দি ২৫০০০ পরিবার
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার। অন্যদিকে কাজিপুর পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার।
পাউবো নির্বাহী প্রকৌশলী আরও বলেন, যমুনার শাখা নদীগুলোর পানি বেড়ে নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আরও দুই দিন ধরে যমুনার পানি বাড়তে থাকবে উল্লেখ করে মোখলেসুর রহমান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এছাড়া বন্যারও কোনো আশঙ্কা নেই।
আরও পড়ুন: ভারী বর্ষণে পানি বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ গেট
কুড়িগ্রামে বেড়েছে ১৬টি নদ-নদীর পানি, তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে
২ মাস আগে
ফের প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: সিরাজগঞ্জে বিএনপি নেতার স্লোগানের ভিডিওতে আ.লীগের নিন্দা
রাজশাহীর এক বিএনপি নেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যা’ করার হুমকি দেওয়ার কয়েক সপ্তাহ পরেই, বিএনপির আরেক নেতা তাকে (শেখ হাসিনাকে) খুন করার আহ্বান জানিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এসময় বিএনপির শত শত সমর্থক ‘হাসিনাকে হত্যা করার জন্য লড়াই’ করার আহ্বান জানিয়ে দেওয়া স্লোগান প্রতিধ্বনিত করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে, বিএনপির সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে স্লোগান দিতে শোনা যায়: ‘এই লড়াই হাসিনা মারার, এই লড়াইয়ে জিততে হবে’।
ভিডিওটিতে শুক্রবার সিরাজগঞ্জে এক প্রতিবাদ সমাবেশে রাশেদুলের সঙ্গে মঞ্চে বিএনপির সিনিয়র নেতাদেরও দেখা যাচ্ছে।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও’র সঙ্গে পোস্টে লেখা হয়েছে: ‘আমরা সমাবেশ থেকে হুমকি দেওয়ার এ ধরনের কাজের তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ভিডিওটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার সূত্রপাত করেছে এবং অনেকেই এর স্লোগানের সমালোচনা করেছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
আওয়ামী লীগের এক সমাবেশে ২০০৪ সালের জঘন্য গ্রেনেড হামলাসহ শেখ হাসিনার জীবনের ওপর করা ১৯টি প্রচেষ্টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের ‘মৃত্যুর হুমকি’ আমলে নিচ্ছেন, যাতে প্রায় ২৪ নেতাকর্মী নিহত হয়।
গ্রেনেড হামলার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।
গত বছর বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতার প্রধানমন্ত্রীকে দেওয়া একই রকম ‘হুমকি’ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক বক্তৃতায় আবদুল কাদের ভূঁইয়া নামের ওই নেতা জনসমক্ষে বলেন, ‘আরেকটি ১৯৭৫’ পুনরুদ্ধারের আহ্বান জানাতে শোনা যায়; যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যদের একদল অসন্তুষ্ট সেনা কর্মকর্তাদের দ্বারা নির্মম গণহত্যার শিকার হন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সেই বিএনপি নেতার বিরুদ্ধে মাগুরায় আরেকটি মামলা
১ বছর আগে
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে নকল প্রবেশপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের নকল প্রবেশপত্র তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের বাছাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল (৫৫), তার ছেলে আতাউর রহমান মণ্ডল (২৯) এবং একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (১৯)।
আরও পড়ুন: দেশের প্রথম ‘যুদ্ধশিশু’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জের মেরিনা
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ওপরের সিল স্ক্যান করে তুলে ফেলে নকল প্রবেশপত্র তৈরি করে পাঁচশ’ টাকা করে বিক্রি করা হচ্ছিলো।
তিনি বলেন, পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের সময় বিষয়টি ধরা পড়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে পুলিশ লাইন্সের পাশের কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মণ্ডল টেলিকম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চাষ হচ্ছে ওষুধি ও পুষ্টিগুণের বিদেশি ফসল চিয়া সিড
১ বছর আগে
করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ সিরাজগঞ্জে দাফন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ঢাকায় মারা যাওয়া এক ব্যক্তির লাশ সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়া কবরস্থানে সোমবার রাতে সতর্কতার সাথে দাফন করা হয়েছে।
৪ বছর আগে