এসময় কোনো আত্মীয় স্বজন উপস্থিত না থাকলেও পরিবারের ইচ্ছানুযায়ী সদর থানা পুলিশ সোমবার রাত ১০টার দিকে তার লাশ দাফন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ওই ব্যক্তি (৫০) সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর ঢাকায় বসবাস করতেন। তিনি কিডনি রোগেও ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। করোনা সন্দেহে হোম কোয়ান্টাইনে থাকা অবস্থায় সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জন্মস্থান সিরাজগঞ্জে হওয়ায় তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে সেখানে দাফনের আবেদন জানায়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী অ্যাম্বুলেন্সযোগে লাশ সিরাজগঞ্জে নিয়ে আসার পরপরই সতর্কতার সাথে পুলিশ পাহারায় লাশ দাফন করা হয়।
তবে সিরাজগঞ্জে তার জানাজা হয়নি এবং লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়েই ঢাকায় ফিরে গেছেন বলে জানান ওসি।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব হ্রাসের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না উল্লেখ করে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি।’