লোহাগড়া
নড়াইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরু মারা গেছে।
রবিবার (১২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
মিরাজ মুন্সী সরুশুনা মুন্সীপাড়া গ্রামের বিপুল মুন্সীর ছেলে।
সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ বলেন, মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে মিরাজ গুরুতর আহত হয়ে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ঘটনার পর এলাকার লোকজন মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু
৭ মাস আগে
নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা
জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় ওলিয়ার মোল্যা নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার(১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, ওলিয়ার কাজের উদ্দেশে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ. লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, ২ ভাই আটক
১১ মাস আগে
নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়ার কল্যাণপুর গ্রামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুফল বিশ্বাস (৩৬) ওই গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকালে সুফল পাট জাগ দেওয়ার কাজ করছিলেন। এসময় ওই গ্রামের রোস্তম শেখ এবং তার দুই ছেলে তমাল ও রুবেল হাতুড়ি ও লোহার রড দিয়ে সুফলকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এই খবর লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নড়াইলে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
নড়াইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ভ্যানচালক
নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক পা হারালেন। বৃহস্পতিবার (১৮ মে) রাত ১০টার দিকে যশোর-কালনা মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত তারিক শেখ (২৭) লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রামপুর এলাকার মোসলেম শেখের ছেলে।
তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আম বোঝাই করে ট্রাকটি যশোর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রাকটি যশোর-কালনা মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়।
এসময় ট্রাকের সামনের চাকায় ভ্যানচালক তারিক শেখের বাম পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়। পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল বলেন, দুর্ঘটনায় ওই যুবকের বাম পায়ের নিন্মাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনায় পতিত ট্রাক ও ট্রাকচালককে জনতার সহযোগিতায় লোহাগড়া থানা পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
১ বছর আগে
১৪৪ ধারা উপেক্ষা করে বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর-চাকুলিয়ায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের বসতবাড়ি জোর করে দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ অভিযোগে ভুক্তভোগী মামলা করলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন।
তবে তা উপেক্ষা করে প্রতিপক্ষরা বসতভিটায় টিনের বেড়া দিয়ে দখল করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
আরও পড়ুন: নড়াইলে বাল্যবিয়ের ভয়ে পলাতক, ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে কিশোরী উদ্ধার
অভিযোগকারী পরশমণি বিশ্বাস মন্টু অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনি মতুয়া মিশনের সাবেক যুগ্মমহাসচিব ও হরি গুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি।
তিনি বয়োবৃদ্ধ মা গৌরি রানী বিশ্বাসসহ তাকে মারধরের অভিযোগ করেছেন প্রতিবেশী জিয়াউর রহমান ও তার স্ত্রী সালমা খানমসহ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
মামলার এজাহার থেকে জানা যায়, মিঠাপুর মৌজার চাকুলিয়া গ্রামে কবলা দলিলে কেনা ২৩ শতক জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন পরশমণি বিশ্বাস। জমির উত্তর পাশে বাস করেন জিয়াউর রহমান। ১৭ এপ্রিল বিকেলে জিয়াউর, তার স্ত্রী সালমা ও ছেলে জাহিদ হোসেনসহ ছয়-সাতজন সংঘবদ্ধভাবে দেশি ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে পরশমণি বিশ্বাসের বসতভিটা দখলের চেষ্টা চালান।
প্রতিরোধ করতে গেলে প্রতিপক্ষরা পরশমণি বিশ্বাসসহ তার মা গৌরি রানী বিশ্বাস, প্রতিবেশী দীন ইসলাম ও তার স্ত্রী হালিমা এবং দীন ইসলামের মা কুলসুম বেগমকে মারধর করেন।
এ সময় গৌরি রানীর রান্নার চুলা ভেঙে দেয়া হয়।
পরদিন ১৮ এপ্রিল নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন পরশমণি বিশ্বাস।
বিচারক ওই জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত।
এছাড়া লোহাগড়া উপজেলা সহকারী কমিশনারকে (এসি, ল্যান্ড) দখলবিষয়ক তদন্ত প্রতিবেদন প্রদান এবং অভিযুক্ত জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেন।
মামলার বাদী পরশমণি বিশ্বাস বলেন, আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা আমার জমিতে টিনের বেড়া দিয়েছে। আমাদের মারধর করেছে।
এদিকে অভিযুক্তরা বলেন, আমাদের ন্যায্য জমি বুঝে নেয়ার জন্য টিনের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে। আমরা কারোর জমি দখল করিনি।
এছাড়া আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নালিশী জমিতে ১৪৪ ধারা জারির পর দুইপক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে।
কেউ ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নড়াইলে সাপের ঝাপাং খেলা
নড়াইলের ৮ মাসের শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে বাবা আটক
১ বছর আগে
লোহাগড়ায় কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়কের ওপর হামলা চালিয়ে কুপিয়ে শরীর থেকে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত আকবর হোসেন লিপন (৪৩) উপজেলার মঙ্গলহাটা গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
আরও পড়ুন: বিয়ে না দেয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন!
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার রাতে মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া বিল্লালের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে উত্তপাড়া শিকদার বাড়ি মসজিদের কাছে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিপন মেম্বারকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলে তার কব্জি ও কনুইের মাঝ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার দুই-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, লিপনের ডান হাত শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লিপনের মা স্বরুপজান অভিযোগ করে বলেন, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে লিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে লিপন মেম্বার, মোস্তফা কামালের প্রতিদ্বন্দ্বি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে দু’জনেই পরাজিত হলেও লিপন মোস্তফা চেয়ে বেশি ভোট পায়। তখন থেকে বিরোধ আরও জোরালো হয়। এর জের ধরে মোস্তফা শিকদার ও তার লোকজন আমার ছেলে লিপনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। লিপনের ওপর হামলার শেষে হামলাকারীরা লিপন সমর্থিত চন্নু মোল্যা, মান্নান মোল্যা ও পিরু মোল্যার বাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও জনিনি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম্য আধিপত্যের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: গোয়ালন্দে দা দিয়ে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২
লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন
২ বছর আগে
নড়াইলে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে তিনদিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার বিকালে লোহাগড়া আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোরশেদুল আলমের আদালত এ নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানী শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তাররা হলেন-সাদেকুর রহমানের ছেলে মাসুম বিল্লাহ (৩২), আমিনউদ্দিনের ছেলে সাইদ শেখ (২৫), বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০), এসহাক শেখের ছেলে রাসেল মৃধা (৩৮) ও আজিজুল গাজীর ছেলে কবীর গাজী (৪০)।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন বলেন, ‘অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।’
আরও পড়ুন: নড়াইলে ভাঙচুর: গ্রেপ্তার যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
প্রসঙ্গত, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় তারা গোবিন্দা সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ভাংচুর ঘটনায় ১৭ জুলাই লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাকফুর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় ২৫০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।
অপরদিকে, সাহা পাড়ার অশোক সাহার ছেলে আকাশ সাহার বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা সৃষ্টির অপরাধ’ সংক্রান্ত মামলা হয়েছে। গত ১৬ জুলাই লোহাগড়া থানায় মামলাটি করেন দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দিন কচি সরদার।
এরপর এদিন রাতে খুলনা থেকে আকাশ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ জুলাই বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদুল আলমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাকফুর রহমান সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: নড়াইলে হিন্দু বাড়ি ও দোকান ভাঙচুর
নড়াইলে অধ্যক্ষ হেনস্তা: ১ শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদকে শোকজ
২ বছর আগে
নড়াইলে ভাতিজার হাতে চাচা খুন
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে জানা গেছে। সোমবার উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রেজাউল মোল্লা (৫০) ওই গ্রামের বকু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকবাসী সূত্রে জানা গেছে, রেজাউল মোল্লাদের সঙ্গে একই বংশের ভাতিজা অভিযুক্ত ইজাজুল মোল্লাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। মামলার রায় ইজাজুল মোল্লাদের বিপক্ষে গেলে আদালত চত্বরেই দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।পরে রেজাউলের বাড়ির সামনে বিকালে দুপক্ষের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কোপে বাবা খুন!
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
২ বছর আগে
আধিপত্য বিস্তার: নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে ‘হত্যা’
নড়াইলের লোহাগড়ায় ৫৫ বছর বয়সী এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিজাম শেখ একই গ্রামের পেতা শেখের ছেলে ও বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা!
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, গ্রামে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকাণ্ডের জের ধরে তেলকাড়া গ্রামে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে তেলকাড়ার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নিজামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: পাবনায় ফুটপাতের হকারকে কুপিয়ে হত্যা
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ বছর আগে
লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন
নড়াইলের লোহাগড়ায় বোমা বিষ্ফোরণে এক যুবকের ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের কুন্দশী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শাহাজাদা মোল্লা (৩৮) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগ্নে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বোমা বিষ্ফোরণে আহত আবু বক্করের মৃত্যু
জানা গেছে, এঘটনার পর স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময়ে তার ওপর বোমা হামলা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন কেউ মুখ খুলছেন না।
আরও পড়ুন: নাটোরে ৪টি হাতবোমা নিষ্ক্রিয়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, তার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে। শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত ফেলে দিতে হবে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। পরে তাকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
৩ বছর আগে