শার্শা উপজেলা
যশোরে ইউপি সদস্যকে জবাই করে হত্যা
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আশানুজ্জামান বাবলু (৪৪) উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং ৭ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে তিনি একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে কয়েকটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে তারা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্বার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পড়ুন: পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: উত্তরা থেকে গ্রেপ্তার ১
১০২৩ দিন আগে
যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
যশোরের শার্শা উপজেলার ধানতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আটক আবু ছিদ্দিক গাজী (৭০) ওই গ্রামের মৃত মনির উদ্দীন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের মফিজুর রহমানের ৬ বছর বয়সী কন্যা মঙ্গলবার বিকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন্য শিশুদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওই শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
অঅরও পড়ুন: রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
ধর্ষণের শিকার শিশুটির চাচা মিন্নু বলেন, ‘রাতেই শার্শা থানায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমাদের মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আবু ছিদ্দিক প্রাথমিক জিঞ্জাসাবাদে ধর্ষণের ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ পাস হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯ (১) ধারা অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এখন ওই ধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলো প্রতিস্থাপিত করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
এর আগে, দেশে সম্প্রতি ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সংসদের অধিবেশন না থাকায় গত ১৩ অক্টোবর ঘৃণ্য এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনের (নারী ও শিশু নির্যাতন দমন) একটি সংশোধনী প্রস্তাব অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
বিশেষ করে সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির প্রতিবাদে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যেই সরকার এ পদক্ষেপ নিয়েছিল।
১৪৭৮ দিন আগে
যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক
যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
১৫৭২ দিন আগে
ভারতে পাচারের সময়ে যশোরে ১১ মণ ইলিশ জব্দ
ভারতে পাচারের সময়ে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১৬৮৮ দিন আগে
যশোরে ইছামতি নদীর প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীর উজানের পানির প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকশ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে আউশ, আমন, সবজিসহ অনেক ফসল পানিতে ডুবে গেছে।
১৭০৩ দিন আগে
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ১৩৫ জন
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে বিভিন্ন স্থানে আটকেপড়া আরও ১৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
১৮০০ দিন আগে
যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত
যশোরের শার্শা উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
১৮১৪ দিন আগে