শিলাবৃষ্টি
সিলেটে শিলাবৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব
সিলেটের বিভিন্ন এলাকায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তাঘাটে পড়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত শতাধিক ঘরবাড়ি।
আরও পড়ুন: রাখাইনে আরাকান আর্মির তাণ্ডব, বাংলাদেশে আশ্রয় নিল আরও ৩৭ বিজিপি সদস্য
বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, সন্ধ্যার পর থেকে বিশেষ করে কানাইঘাট সদর এবং ৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম, ৮ নম্বর ঝিংগাবাড়ি ইউনিয়ন ও ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে প্রচণ্ড ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে প্রচুর গাছপালা উপড়ে পড়ে এবং ডালপালা ভেঙে যায়। পাশাপাশি শিলা বৃষ্টির কারণে ফসলেরও ক্ষতির খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়ার কারণে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈরী আবহাওয়ার কারণে রবিবার দুপুর থেকে গোটা উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ে রাস্তার উপরে উপড়ে পড়া গাছপালা কানাইঘাট ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজন সরানোর চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টির কারণে অনেকের টিনের বাড়ি-ঘরসহ মৌসুমি ফল ও বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সারাদিন থেমে থেমে বজ্রপাত হওয়ার কারণে এবং বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী বলেন, শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ইউনিয়নের অনেকের ঘরের টিনের চাল উড়ে গিয়েছে। শক্তিশালী ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব
৫ মাস আগে
মৌলভীবাজারে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছপালা উপড়ে গেছে ও বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।
আরও পড়ুন: কালবৈশাখীতে বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৮
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। রেললাইন থেকে গাছ সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
জানা গেছে, রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে হঠাৎ মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল, বড়লেখা, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার উপর দিয়েও কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় ৫ মিনিটের স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা রাস্তার উপর পড়ে ও কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায়।
কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন দোকান ও বাড়ি-ঘরের চাল উড়ে গেছে। লন্ডভন্ড হয়ে গেছে বৈদুতিক লাইন। এরপর থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎবিহীন রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব ঘটায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য মাঠে কয়েকটি টিম কাজ করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী বলেন, মিনিট ৬ এর কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব ঘটায়। নাজিরাবাদ ও গিয়াসনগর ইউপির কাঁচাঘর ভেঙে ১৩ আহত হয়।
ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য মাঠে কয়েকটি দল কাজ করছে।
আরও পড়ুন: বরিশাল বিভাগে কালবৈশাখী ঝড়ে নিহত ৭
কালবৈশাখী ঝড়ে ভোলায় ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ২
৬ মাস আগে
ঢাকাসহ অন্যান্য বিভাগের বেশকিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কালবৈশাখীর বৃষ্টিতে ঢাকাবাসীর স্বস্তি
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৮ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকাসহ ৬ বিভাগের বেশকিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১ বছর আগে
ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকা ও অন্যান্য বিভাগে রবিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীদমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেশের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
সিলেটে স্বস্তির বৃষ্টি, ঝরেছে শিলা
বৈশাখের খরতাপে পুড়ছে সিলেটসহ সারাদেশ। তবে বুধবার অন্যান্য দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কম ছিল। বৃষ্টির কিছুটা ভাব থাকলেও এত তাড়াতাড়ি তা ঝরবে বলে মনে হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামলেও সঙ্গে নিয়ে এসেছে শিলা। শিলাবৃষ্টির কারণে ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতারা কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগরী ও শহরতলীর আশপাশ এলাকায় বৃষ্টি ঝরেছে। তবে এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তিতে আছেন সচেতন মহল। কারণ, বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলাও।
অস্বস্তির বড় কারণ, হাওরে স্বপ্নের বোরো ধান উঠছে। এ অবস্থায় শিলাবৃষ্টি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে শিলাবৃষ্টির পরিমাণ সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি।
এদিকে বৃষ্টির সঙ্গে শিলা ঝরতে থাকলে সিলেট মহানগরীতে ঈদের কেনাকাটায় ব্যস্ত নাগরিকদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যারা ফুটপাত থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারছিলেন তাদের দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এতে ক্ষতির মুখে পড়েছেন ফুুটপাতের দরিদ্র ব্যবসায়ীরাও।
রাত পৌনে ১১টার দিকে বৃষ্টির দাপট কমে যায়।
আরও পড়ুন: সিলেটে হালকা বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ অন্যান্য স্থানে বৃষ্টির সম্ভাবনা নেই
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় তীব্র বজ্রবিদ্যুৎ চমকানো এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় শিলাবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে।
এদিকে টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
২ বছর আগে
সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আধা ঘণ্টাব্যাপী এই ঝড় বয়ে যায়।
তাৎক্ষণিকভাবে জেলার তাহিরপুর উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল ও পুরানঘাটসহ কয়েকটি গ্রামের প্রায় একশ’ ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া ও দীঘিরপাড়সহ উপজেলার তাহিরপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ঝুঁকিতে বোরো ফসল, আতঙ্কে কৃষক
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া জানান, তার ইউনিয়নে প্রায় ৮০-৯০টি ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার মানুষজন কষ্টের মধ্যে পড়েছে। তবে মানুষ আহত হওয়ার খবর পাইনি রাত সাড়ে ১১টা পর্যন্ত।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তাহিরপুর উপজেলা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, উপজেলায় কালবৈশাখী ঝড়ে অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দিনে মেরামত করতে হবে।
আরও পড়ুন: কোমর পানিতে বোরো ধান কাটছে চরাঞ্চলের চাষিরা
সিলেটে ৪০০ বিঘা বোরো খেত প্লাবিত
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ৩০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়িসহ অন্তত ৩০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে ঝড় শুরু হয়ে দশ মিনিট ধরে চলে।
ঝড়ের আঘাতে জেলার সরাইল, নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় ৩০০টি বাড়িঘর, বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং বেশ কিছু গাছ উপড়ে পড়েছে।
নাসিরনগর উপজেলা কর্মকর্তা অভিজিৎ রায় জানান, নাসিরনগর উপজেলায় ঝড়ে ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝড়ের সময় পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি অংশ ধসে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ রাখতে বাধ্য হন।
২ বছর আগে
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৬টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার) থেকে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার।
এদিকে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
২ বছর আগে
শিলাবৃষ্টিতে সর্বশান্ত নাটোরের কৃষকরা
প্রায় ২৫ মিনিটে শেষ হয়ে গেছে নাটোরের অসংখ্য কৃষকের স্বপ্ন।
শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে জেলার বড়াইগ্রাম উপজেলার বহু কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, রোজার মাসকে সামনে রেখে উপজেলার চলনবিল অঞ্চলের কৃষকরা বাঙ্গি আবাদ করে। লাভের আশায় এ বছরও এনজিও থেকে ঋণ নিয়ে অনেকেই চাষ করেছিলেন বাঙ্গি। কিন্তু শুক্রবার শেষ বিকালের ২৫ মিনিটের শিলা বৃষ্টি শেষ করে দিয়েছে কৃষকের সব স্বপ্ন।
আর পড়ুন: ফরিদপুরে শিলাবৃষ্টিতে পাটসহ ফসলের ব্যাপক ক্ষতি
তারা জানান, শিলা বৃষ্টির আঘাতে এখানকার ভবানীপুর, গড়মাটি, আটঘড়িয়া, হারোয়াসহ বিভিন্ন এলাকার বাঙ্গির খেত তছনছ হয়ে গেছে। একই সাথে ব্যাপকভাবে ভুট্টা, আম, কলা, লিচু, তরমুজসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সর্বস্ব হারিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।
আরও পড়ুন:লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কৃষি বিভাগের কর্মীরা মাঠ পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরুপন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন:নাটোরে শিলাবৃষ্টিতে ২৯০০ হেক্টর জমির ধান নষ্ট, কৃষকের মাথায় হাত
৩ বছর আগে