ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়িসহ অন্তত ৩০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে ঝড় শুরু হয়ে দশ মিনিট ধরে চলে।
ঝড়ের আঘাতে জেলার সরাইল, নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় ৩০০টি বাড়িঘর, বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং বেশ কিছু গাছ উপড়ে পড়েছে।
নাসিরনগর উপজেলা কর্মকর্তা অভিজিৎ রায় জানান, নাসিরনগর উপজেলায় ঝড়ে ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝড়ের সময় পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি অংশ ধসে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ রাখতে বাধ্য হন।