ডাকাতের হামলা
কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রবিবার সকালে পার্শ্ববর্তী বেগুন ক্ষেতের পাশ থেকে রফিকের লাশ পাওয়া যায়।
ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাতের হামলায় ৩১ বছর বয়সী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর কুইচাঁ গাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: কাহালুতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ জানান, বুধবার ভোরের দিকে জুয়েল রানা সাইকেলে নাচোলের উদ্দেশ্যে বের হন। ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের এখলাসপুর এলাকায় পৌঁছালে একদল ডাকাত তার পথরোধ করে। এসময় তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে জুয়েল রানা মারা যান।
আরও পড়ুন: জগিং শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
২ বছর আগে
লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত
লক্ষ্মীপুর, ১০ সেপ্টেম্বর (ইউএনবি)-পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় গৃহকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৫ বছর আগে