ধান কাটা শ্রমিক
নওগাঁয় বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় পৃথক মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫)। তাদের একজনের বাড়ি উপজেলার পশ্চিম দুয়ারপাল গ্রামে এবং অপরজন একই উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামে বাসিন্দা।
আরও পড়ুন: মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহুরুল হক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পোরশা উপজেলায় ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটছিলো শ্রমিকরা। এই সময় মোষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে সায়েম আলী ও নুর মোহাম্মদ নুহ দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে মাঠে কর্মরত অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে পোরশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু
এদিকে মোষলধারে বৃষ্টির মধ্যে উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০) নামে এক নারী মাঠে বেঁধে রাখা ছাগল আনতে গেলে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, শুক্রবার সকালে বজ্রপাতে নিহত দুজন ও আহত একজনের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
১০৮৫ দিন আগে
ধান কাটার শ্রমিক সংকটে কুমিল্লার কৃষকরা
কুমিল্লায় চলতি বছর ১ লাখ ৫৭ হাজার ৬৬৬ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কিন্তু ধান কাটতে গিয়ে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন এ জেলার কৃষকরা।
১৮২০ দিন আগে
কুমিল্লায় আটকা পড়া ৪৩ ধান কাটা শ্রমিককে বরেন্দ্র এলাকায় প্রেরণ
কুমিল্লায় আটকা পড়া ৪৩ ধান কাটা শ্রমিককে পুলিশের উদ্যোগে বাসে করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় পাঠানো হয়েছে।
১৮৩৫ দিন আগে