কুমিল্লায় আটকা পড়া ৪৩ ধান কাটা শ্রমিককে পুলিশের উদ্যোগে বাসে করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর শাসনগাছা থেকে তাদের জীবাণুনাশক স্প্রে করে বাসে উঠানো হয়। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।
এর আগে তাদের মাস্ক এবং দুপুরের খাবার প্যাকেট দেয়া হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘এসব শ্রমিকরা কৃষিকাজ ও শ্রমভিত্তিক বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময়ে কুমিল্লায় আসেন। তবে তারা প্রতি বছর ধান কাটার মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় কাজ করেন। এবার করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন।’
দেশের কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকায় পাঠানোর জন্য পুলিশ সহযোগিতা করছে বলে জানান তিনি।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।