ধর্ম মন্ত্রণালয়
দুর্গাপূজা: নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ধর্ম মন্ত্রণালয়
দুর্গাপূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে তা জানানোর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন: পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
পূজয় কোনো প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটলে ০১৭৬৬৮৪৩৮০৯ মোবাইল নম্বরে কল করে নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করা যাবে।রবে। এছাড়া সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: ১ সিনিয়র সচিবসহ ২ সচিব ওএসডি, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
১ মাস আগে
৮ জুলাই পর্যন্ত ৯১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন: মন্ত্রণালয়
এ বছর সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৯ জুলাই পর্যন্ত ৯১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২২ জন নারী।
৮ জুলাই রাতে প্রকাশিত মন্ত্রণালয়ের হজ বুলেটিনে প্রকাশ করা হয়েছে যে মক্কায় ৭৫ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফাতে দুইজন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।
রবিবার পর্যন্ত হজ সম্পন্ন করে ৭৬টি ফ্লাইটে মোট ২৯ হাজার ৪৪ জন হজযাত্রী দেশে ফিরেছেন।
আরও পড়ুন: হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তিনটি এয়ারলাইন এই ফ্লাইটগুলো পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ টি ফ্লাইট পরিচালনা করে, সৌদি এয়ারলাইন্স ৩১ টি ফ্লাইট পরিচালনা করে এবং ফ্লাইনাস ১৭ টি ফ্লাইট পরিচালনা করে।
এই বছর, ৩২৫ টি ফ্লাইটে প্রায় ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজী হজ করতে সৌদি আরবে গেছেন।
প্রথম ফিরতি ফ্লাইটটি ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শেষ ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট ফেরার কথা।
আরও পড়ুন: ফিরতি হজ ফ্লাইট: ফ্লাইনাসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৩ হাজি
হজ সফরে জেদ্দায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
১ বছর আগে
হজ নিবন্ধনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়ল
হজযাত্রীদের বিশেষ অনুরোধে হজ নিবন্ধনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।
নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়ে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, নিবন্ধন কোটা পূরণ হলে হজ নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এর আগে ৯ জানুয়ারি হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে সরকারের একটি চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর দিয়ে যাবেন এবং বাকি ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।
এদিকে, সৌদি আরব বিশ্বব্যাপী ইচ্ছুক হজযাত্রীদের জন্য একটি সার্ভিস চার্জ কমানোয় সরকার সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে।
১১ হাজার ৭২৫ টাকা বাদ দিয়ে এ বছর হজ করতে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের প্রত্যেককে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা দিতে হবে।
এছাড়া যারা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন তাদের প্রত্যেককে টাকা বাদ দিয়ে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা দিতে হবে।
১ বছর আগে
হজের খরচ কমানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ প্যাকেজের দাম কমানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও আদালতের আদেশের অনুলিপি পাইনি। যদি নতুন কোনও সিদ্ধান্ত হয়, আমরা পরে আপনাকে জানাব।’
তিনি আরও বলেন, বিদ্যমান প্যাকেজের অধীনে হজের নিবন্ধন আজ শেষ হচ্ছে। ইচ্ছুক হজযাত্রীদের এই সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে।
রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান মতিউল।
১৫ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন হজে নিবন্ধন করেছেন।
আরও পড়ুন: আজ শেষ হচ্ছে হজের নিবন্ধন
তিনি বলেন, নিবন্ধনের জন্য এখনও ২৫ হাজার ৪৮০টি খালি কোটা রয়েছে।
বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে হজ প্যাকেজ খরচ কমানোর উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট।
চলতি বছর হজের উচ্চ ব্যয় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা শুনে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মঙ্গলবার আদালত প্রশ্ন তোলেন যে সরকার নির্ধারিত প্যাকেজের খরচে সাধারণ মানুষ কীভাবে হজ করবে।
এতে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো সরকার কেন হজের জন্য বাজেট বরাদ্দ করে না?
এ বছর সরকারের দেয়া হজ প্যাকেজ সংশোধন নিয়ে এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।
এর আগে ১ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় একটি স্মারকলিপিতে ২০২৩ সালের হজ প্যাকেজ ঘোষণা করে।
প্যাকেজ অনুসারে, একজন ব্যক্তিকে এই বছর হজ করতে ৬ লাখ ৮৩ হাজার টাকা খরচ করতে হবে; ২০২২ সালে যার পরিমাণ ছিল ৫ লাখ ২২ হাজার টাকা।
আরও পড়ুন: এত টাকা লাগলে সাধারণ মানুষ কীভাবে হজে যাবে: প্রশ্ন হাইকোর্টের
বেসরকারি হজ প্যাকেজে ন্যূনতম খরচ ৬.৭২ লাখ টাকা: হাব
১ বছর আগে
আজ শেষ হচ্ছে হজের নিবন্ধন
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেছেন, আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে হজের নিবন্ধন। এই সময়ের মধ্যে হজযাত্রীদের টাকা জমা দিতে হবে এবং ব্যাংকে নিবন্ধন করতে হবে।
তিনি বলেন, নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া ১৫ মার্চ দুপুর পর্যন্ত হজ্জের নিবন্ধন হয়েছে সরকারিভাবে ৯ হাজার ৫৬৯ জন।
আরও পড়ুন: সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান
তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন। কোটা অনুযায়ী এখনও বাকি আছে ২৫ হাজার ৪৮০ জন।
তিনি বলেন, হজের প্যাকেজ কমানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আদালতের নির্দেশনার কোনো আর্জির কপি আমরা পাইনি এখনও। পরবর্তীতে যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা তখন জানাতে পারবো।
আরও পড়ুন: বেসরকারি হজ প্যাকেজে ন্যূনতম খরচ ৬.৭২ লাখ টাকা: হাব
সাইকেলে হজযাত্রায় বেনাপোল হয়ে ভারত গেলেন থাই নাগরিক সালাম
১ বছর আগে
হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী
প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র হজ ২০২২ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে হজযাত্রীদের হজ পালন করতে হতে পারে। বর্তমানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনা করছে।'
আরও পড়ুন: হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির সার্বিক উন্নতিতে আগামী ২০২২ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি আরব সরকারের পক্ষ হতে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় সম্ভাব্য নতুন প্রযুক্তি প্রয়োগের প্রেক্ষিতে হজ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী, হজ গাইড, হজ এজেন্সির প্রতিনিধি ও হজযাত্রীদের আগে থেকেই সচেতন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তি অবকাঠামো এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া আগামী হজের সার্বিক দিক নির্দেশনার জন্য পরবর্তী বাংলাদেশ-সৌদি হজ চুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল আওয়াল হাওলাদারের সভাতিত্বে অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক মো. বজলুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এবছরও বিদেশিদের হজে যেতে নিষেধাজ্ঞা
সৌদি হজ্জ বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
৩ বছর আগে
মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
কঠোর লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়তে ফের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১ জুলাই দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের আগে এই একই নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৯,৬৩২
প্রজ্ঞাপনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হলো, মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পর্যাপ্ত সাবান, পানি ও স্যানিটাইজার রাখতে হবে, মুসল্লিদের নিজ নিজ বাসা থেকে ওযু করে এবং সু্ন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। মসজিদের মেঝেতে কার্পেট বিছানো যাবেনা। মুসল্লিদের তাদের ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মসজিদে যেতে হবে।
এছাড়াও প্রজ্ঞাপনে বৃদ্ধ, শিশুদের পাশাপাশি অসুস্থদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা এই নির্দেশাবলী লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
ঈদুল আজহা উপলক্ষ্যে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের পর সরকার দেশব্যাপী শুক্রবার, ২৩ জুলাই থেকে আবারও ১৪ দিনের কঠোর লকডাউন দিয়েছে ।
আরও পড়ুন: ১৮ হলেই টিকা নেয়া যাবে, শিগগিরই বাস্তবায়ন
করোনা: কুষ্টিয়ায় আরও ১৭ মৃত্যু
৩ বছর আগে
তারাবির জামাতে অংশ নিতে পারবেন ১২ জন: মন্ত্রণালয়
করোনাভাইরাস সংক্রমণ রোধে রমজান মাসে দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন।
৪ বছর আগে