কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা
কানাডায় গাড়িচাপা দিয়ে এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ এ ঘটনাকে ‘পূর্ব-পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে জানিয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে।
কানাডিয়ান পুলিশ সোমবার জানিয়েছে, একটি পিকআপ ট্রাকের চালক ওই মুসলিম পরিবারের পাঁচ জনের উপরে গাড়ি চালিয়ে দেয়। এতে ওই পরিবারের চার জন মারা যান এবং একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
পুলিশ জানায়, ট্রাকের চালক ইচ্ছা করে তাদেরকে লক্ষ্য করে ট্রাকচাপা দিয়েছে কারণ তারা মুসলিম।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাতে এই ঘটনার পর পার্শ্ববর্তী পার্কিং থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মেয়র এড হোল্ডার বলেছেন, ‘এটি মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যাগুলোর মধ্যে একটি ঘটনা। এ ঘটনার মূলে রয়েছে অবর্ণনীয় বিদ্বেষ।’
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
নিহতরা হলেন সালমান আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা (৪৪), তাদের মেয়ে ইয়ামনা (১৫), ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ফয়েজ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেই যুবক এই সন্ত্রাসীমূলক ঘটনাটি করেছে তিনি একটি গোষ্ঠীর সাথে জড়িত, যারা তাকে কাজটি করতে প্রভাবিত করেছে। আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে অবশ্যই এই ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।’
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
এ ঘটনার নিন্দা জানিয়ে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইট বার্তায় বলেছেন, অন্টারিওতে ঘৃণা ও ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই।
এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘অন্টারিও প্রদেশের লন্ডনের খবর শুনে আমি মর্মাহত। ঘৃণিত এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পাশেও আছি আমরা।
পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেছেন, ধারণা করা হচ্ছে, মুসলিম হওয়ার কারণেই তাদেরকে হত্যার টার্গেট করা হয়েছে। পুলিশ সম্ভাব্য এ সন্ত্রাসী হামলার অভিযোগ খতিয়ে দেখছে।
৩ বছর আগে
সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
৪ বছর আগে