মানুষের ঢল
কুমার নদে ১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচে মানুষের ঢল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী এলাকায় কুমার নদে ১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে ওই এলাকাসহ আশপাশের কয়েক উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ। নৌকা বাইচ দেখতে নদের দুই পাড়ে অর্ধলক্ষাধিক নারী-পুরুষের ঢল নামে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যবসায়ী আরডিডি গ্রুপের কর্নধার আজিজুল আকিল ডেভিড শিকদার।
ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোটবড় ১০টি নৌকা অংশ নেয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার বোয়ালমারী উপজেলার তেলজুড়ি বাজারসংলগ্ন এলাকায় কুমার নদের দুই পাড়ে অর্ধলক্ষাধিক নারী-পুরুষ বিভিন্ন সাজে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করছেন। অনেকেই নৌকা ও ট্রলার ভাড়া করে এই উৎসব দেখছেন। নৌকা বাইচ উপলক্ষে মেলায় মিষ্টির দোকান, ইলিশের দোকান, খেলনা ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়েছে দোকানিরা। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলের জামাইয়েরা বউ নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।
নৌকা বাইচ দেখতে আসা তেলজুড়ি গ্রামের ও পাংশা উপজেলার গৃহবধূ শাহিদা বেগম বলেন, প্রতি বছরের এইদিনে কুমার নদে নৌকা বাইচ ও গ্রামীণ মেলা স্বামীর বাড়ি থেকে ছুটে আসি। মেয়েরা জামাই নিয়ে বাবার বাডিতে আসেন। প্রতিবারের মতো স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি।
মেলা দেখতে আসা শিক্ষার্থী নুর নাহার জানান, বান্ধবীদের নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। মেলায় ঘুরে উপভোগ করছি। খুব আনন্দ লাগছে।
আরও পড়ুন: কুড়িগ্রামের ধরলায় নৌকা বাইচে ব্যতীক্রমী পুরস্কার
১ মাস আগে
১৫ বছর পর নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী, সমাবেশস্থলে মানুষের ঢল
দীর্ঘ ১৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জ শহরে আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই জনসমাগম শুরু হওয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সকাল ১০টা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের 'জয় বাংলা' স্লোগান দিয়ে সমাবেশস্থল শামসুজ্জোহা ক্রীড়া চক্রের দিকে পদযাত্রা করতে দেখা যায়।
এ সময় আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভাকে সামনে রেখে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ছাড়াও জনগণকে পায়ে হেঁটে সমাবেশস্থলে যেতে দেখা যায়।
এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়ে গেছে, যা ইতোমধ্যে দলীয় সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে।
১৫ বছর পর আওয়ামী লীগ সভাপতি নারায়ণগঞ্জ যাচ্ছেন। তাই এ ঘোষণা আসার পর থেকেই তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিতে শুরু করেন স্থানীয় নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, লিংক রোড, মালেহ রোড, কলেজ রোড, কালীবাজার, হাসপাতাল রোডসহ নগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও জনসমাগম দেখা গেছে। তাদের বেশির ভাগই শামসুজ্জোহা ক্রীড়া চত্বরের দিকে যাচ্ছেন।
নারায়ণগঞ্জের লিংক রোড ও জনসভাস্থলের আশপাশের এলাকা ফেস্টুন, পোস্টার ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।
শোভাযাত্রার জন্য নারী ও পুরুষের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। সমাবেশস্থলের বাইরে শহরের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে মাইক স্থাপন করা হয়েছে। রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং পুরো শহর পোস্টার দিয়ে সাজানো হয়েছে।
১০ মাস আগে
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের জন্য হাজারো মানুষের ঢল
বিএনপির এক দফা দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতিতে আজ (শনিবার) সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে দলটির নেতা-কর্মীরা।
জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ অমান্য করে শুক্রবার বিকালে কয়েক হাজার বিরোধী দলীয় নেতা-কর্মী নয়াপল্টনে জড়ো হয়ে রাতভর অবস্থান করেন।
আজ সকাল ৯টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিরোধী দলীয় নেতা-কর্মী আসছেন।
আরও পড়ুন: কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে বিএনপির ২০০ নেতা-কর্মী আটক
রঙিন টুপি পরে, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি হাতে নিয়ে তারা সমাবেশস্থলে এসে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত সড়ক ও গলি বিএনপি নেতা-কর্মীদের উপচে পড়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দলের অনেক নেতা-কর্মী অভিযোগ করেন, ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি ও ব্যারিকেডের সম্মুখীন হতে হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ‘এক দফা’ আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: শনিবারের সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে
১ বছর আগে
কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঈদ উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া গ্রামের একটি মাঠে স্থানীয় যুব সমাজ এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
আরও পড়ুন: নড়াইলে নববর্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা
এ প্রতিযোগিতায় কাঁঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বেতাগীসহ বিভিন্ন এলাকার ২০টি ঘোড়া অংশ নেয়।
ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় উপভোগ করেন নানা শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে উপভোগ
করেন।
পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন।
আরও পড়ুন: মাগুরায় শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১ বছর আগে
দৌলতদিয়ায় ঈদে ঘরমুখী মানুষের ঢল
ঈদ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী হাজারো মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় মাইক্রোবাস, প্রাইভেটকার বা ছোট যান ভাড়া করে এসব মানুষ বাড়ি ফিরছেন।
শুক্রবার দুপুরে দৌলতদিয়ায় দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে অজস্র ছোট যানবাহনের সাথে মানুষের ভিড়। সব ফেরি দৌলতদিয়া ঘাটে ভেড়ামাত্র মানুষের ঢল নামেছে। পাশাপাশি শত শত মাইক্রোবাস, প্রাইভেটকার এসে নামছে। অনেকে এসব গাড়ি নিয়ে সরাসরি নিজ গন্তব্যে ছুটছেন। আবার অনেক গাড়ি দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে যাত্রী নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে।
করোনাকে উপেক্ষা করে ঝুঁকি নিয়ে এভাবেই সবাই বাড়ি ছুটছেন। অনেকে ফেরিতে ভিড়ের মধ্যে আসা-যাওয়াকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করলেও কেউ কেউ এটাকে স্বাভাবিক বলে মনে করছেন। তাদের মতে, নিজে স্বাস্থ্যবিধি মেনে চললে তেমন কোন সমস্যা নাই।
ঈদে আরও বেশি ভিড় হতে পারে এই আশঙ্কায় স্ত্রী-সন্তানকে আজ ছুটির দিকে গ্রামের বাড়ি ফরিদপুর দিতে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী আমজাদ হোসেন।
আরও পড়ুন: দৌলতদিয়ায় রাজধানী ছেড়ে আসা যাত্রী ও ছোট যানের ভিড়
ফেরিতে প্রচণ্ড ভিড়ের মধ্যে করোনার ঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক বিষয়।
তিনি বলেন, ‘নিজে স্বাস্থ্যবিধি মেনে চললে তেমন সমস্যা হবে না।’
ঢাকা থেকে রাজবাড়ী গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়া মশিউর রহমান বলেন, ‘ঢাকা থেকে অভ্যন্তরীণ বাসে করে পাটুরিয়া ঘাটে এসে নেমেছি। সারা রাস্তায় তেমন সমস্যা হয়নি। তবে ফেরিতে প্রচণ্ড ভিড় দেখে নিজেই হতবাক হয়ে গেছি।’
তিনি বলেন, এ যেনো করোনাকে সাথে করে বাড়ি ফেরা।
গতকাল রাতে সিলেট থেকে গ্রামের বাড়ি মেহেরপুরের উদ্দেশে রওনা দেয়া আরেক বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাকের সাথে দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে আলাপকালে তিনি বলেন, পরিবারের বাবা-মার সাথে ঈদ করতে স্ত্রী-সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। প্রায় তিনগুন বেশি ভাড়া দিয়ে সিলেট থেকে ঢাকায় আসেন। ঢাকা থেকে ভোরে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন। সকাল ১১টার দিকে পাটুরিয়ায় নেমে ফেরিতে উঠেন। পথ ভেঙ্গে ভেঙ্গে গাড়িতে ঘাট পর্যন্ত আসলেও কোথাও তেমন সমস্যা হয়নি। তবে ফেরিতে মানুষের ভিড় দেখে তিনি চিন্তিত।
তার মতে, ফেরিতে এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে কোথাও করোনা নাই। তবে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণভাবে তিনি ফেরিতে নদী পাড়ি দিলেন বলে মনে করেন।
এদিকে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রী এবং যানবাহন যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নিতে শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শন করতে আসেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, বিআইডব্লিউটিসির কর্মকর্তা এবং গোয়ালন্দ ঘাট থানার সকল দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, শুক্রবার সকাল থেকে ঈদমুখী মানুষ অসংখ্য ছোট গাড়ির সাথে বাড়ি ছুটছে। দৌলতদিয়া ঘাটে কোন ধরনের চাপ না থাকলেও পাটুরিয়া প্রান্তে ছোট গাড়ি ও হাজার হাজার মানুষ ভিড় করেছে।
যাত্রী এবং গাড়ি পারাপারে সবকটি ফেরি সচল রয়েছে বলে তিনি জানান।
৩ বছর আগে
শিমুলিয়ায় রাজধানীমুখী মানুষের ঢল
পরিবারের সাথে ঈদ কাটিয়ে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়ায় রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে।
৪ বছর আগে
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে থামছে না ঢাকায় ফেরা মানুষের ঢল
দেশের দক্ষিণাঞ্চল থেকে করোনাভাইরাসের হটস্পট ঢাকায় ফেরা মানুষের ঢল থামছেই না। লকডাউন ভেঙে আজ শুক্রবারও মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ দিয়ে রাজধানীর কর্মস্থল ও বাসস্থানে ফিরেছেন শত শত মানুষ। সরকারের পোশাক কারখানার পর দোকানপাট খুলে দেয়ার ঘোষণার পর নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন।
৪ বছর আগে
গড়পাড়ায় শতবছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে মানুষের ঢল
মানিকগঞ্জ, ১০ সেপ্টেম্বর (ইউএনবি)- গড়পাড়ার ইমাম বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে শত বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হলে এতে শত শত মানুষের ঢল নামে।
৫ বছর আগে