পেরু
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তোলেদোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির বিচার বিভাগ।
স্থানীয় সময় সোমবার (২১ অক্টোবর) দেশটির ন্যাশনাল সুপ্রিম কোর্ট অব স্পেশালাইজড ক্রিমিনাল জাস্টিসের দ্বিতীয় কলেজিয়েট আদালত এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি
ওডেব্রেখট মামলায় যোগসাজশ ও অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেওয়া হয়। লাতিন আমেরিকার ঘুষ ও দুর্নীতির বৃহত্তম কেলেঙ্কারিগুলোর একটি এই ওডেব্রেখট মামলা।
তোলেদো ছাড়াও এই মামলায় আরও তিন সাবেক প্রেসিডেন্টের ওপর তদন্ত চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। তবে প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম সাজা পেয়েছেন।
এর আগে, পেরু ও ব্রাজিলের মধ্যে সংযোগকারী আন্তঃমহাসড়ক নির্মাণের সরকারি চুক্তি বিনিময়ে ব্রাজিলীয় নির্মাণ কোম্পানি ওডেব্রেখটের কাছ থেকে অন্তত ২০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ৭৮ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হয়।
শুনানির সময় তোলেদো নিজেকে ‘নির্দোষ’ দাবি করে কোম্পানিটির সঙ্গে তিনি কখনও কোনো চুক্তি করেননি বলে জানান।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন তোলেদো।
আরও পড়ুন: লেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা
৩ সপ্তাহ আগে
পেরুতে দাবানলে ১৫ জনের মৃত্যু
পেরুতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে তিন হাজার হেক্টরের বেশি আবাদি জমি ও বন।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সিজার ভাসকুয়েজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ১২৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
দাবানলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়া চলমান থাকবে।
গত সপ্তাহের শেষে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স (ইনডেসি) জানায়, এ বছর দেশটির ২৫টি অঞ্চলের মধ্যে ২৩টিতে ২২২টি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫১টি এখনও সক্রিয়।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের জন্য সোমবার সেসব অঞ্চল পরিদর্শনে গিয়েছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
আরও পড়ুন: এথেন্সে ভয়াবহ দাবানলে এক লাখ একর এলাকা পুড়ে ছাই
২ মাস আগে
ইনজুরিতে মেসি, পেরুর বিপক্ষে বিশ্রাম
পায়ের উরুতে চোট পাওয়ায় কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমে চোট পান আর্জেন্টাইন মায়েস্ত্রো।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ওই ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচের ২৪তম মিনিটে চিলির ডিফেন্ডার গাব্রিয়েল সুয়াসোর সঙ্গে বল দখলের চ্যালেঞ্জে গিয়ে ডান পায়ের উরুতে টান লাগে মেসির। এরপর ম্যাচ চলাকালেই তাকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। অবশ্য ম্যাচটি শেষ করেই মাঠ ছাড়েন তিনি।
তবে শুক্রবার আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল জানিয়েছেন, মেসির ইনজুরির বিষয়টি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে।
‘তার অনুপস্থিতি শুধু আমাদের জন্যই নয়, সর্বোপরি ফুটবলের জন্যই বিরাট বড় ধাক্কা।’
আরও পড়ুন: লাউতারোর গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
গত মৌসুমে মেজর সকার লিগে (এমএলএস) যোগদানের পর থেকেই ইনজুরি ভোগাচ্ছে লিওনেল মেসিকে। তবে ঠাসা সূচির মধ্যেও তার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখেন মায়ামি কোচ তাতা মার্তিনো।
পায়ের চোটে প্রথম মৌসুমের ইন্টার মায়ামির ছয়টি ম্যাচ খেলতে পারেননি মেসি। এছাড়া পরের মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণেও বেশ কয়েকটি ম্যাচে ডাগআউটে বসে থাকতে হয় তাকে।
কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে তৃতীয় ম্যাচে জয় প্রয়োজন আর্জেন্টিনার। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির দল।
রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা পেরুর বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। একই সময় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে চিলি ও কানাডা।
আরও পড়ুন: প্যারাগুয়েকে উড়িয়ে শঙ্কা কাটাল ব্রাজিল
দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে কানাডা। অন্যদিকে, এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে তিনে চিলি। ফলে ড্র করতে পারলেও কোয়ার্টারের টিকিট পাওয়া তুলনামূলক সহজ হবে কানাডার জন্য। আর শেষ আট নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই চিলির।
শেষ আটে খেলার স্বপ্ন অবশ্য শেষ হয়ে যায়নি পেরুরও। আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাতে পারলে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে নকআউট পর্বে উঠে যেতে পারে তারাও।
আরও পড়ুন: ইউরোর শেষ ষোলো চূড়ান্ত, কে কবে কার মুখোমুখি
৪ মাস আগে
কোকেন উদ্ধার: পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর তেজগাঁও এলাকার ওয়েস্টার্ন হোটেল থেকে তিন কেজি কোকেন উদ্ধারের ঘটনায় পেরুর নাগরিক গাজাসিটাল ভারাডো জুয়ান পাবলোররাফেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মামলার আরেক আসামি মোহাম্মদ মোস্তফা আশরাফ নামে এক পাকিস্তানি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন- মো. মোস্তফা, শামসুল হক, হালিমা খান সাদিয়া, সাবরিনা নাসরিন তানিয়া ও মো. আশরাফ নাসিম।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার সাজার বিষয় নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁওয়ে ওয়েস্টার্ন হোটেলের সপ্তম তলায় ৭০৭ নম্বর রুমে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় পেরুর নাগরিক গাজাসিটাল ভারাডো জুয়ানের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়।
চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন
আরও পড়ুন: জয়পুরহাটের হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন বাদী মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল করীম ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
২০১৫ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন
আরও পড়ুন: গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
৯ মাস আগে
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে নিহত ১৩
পেরুর দক্ষিণ-পূর্বে অবহেলিত গ্রামীণ অঞ্চলে অবিলম্বে নির্বাচনের দাবিতে বিক্ষোভ পুনরায় শুরু হওয়ায় সোমবার অন্তত ১৩ জন মারা গেছে। তারা এখনও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অনুগত বলে জানা যায়।
পেরুর শীর্ষ মানবাধিকার সংস্থা এই মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। যার মধ্যে ১২টি মৃত্যু বলিভিয়ার সীমান্তবর্তী জুলিয়াকা শহরের একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করার চেষ্টাকারী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটেছে।
কংগ্রেস ভেঙে ফেলা ও নিজের অভিশংসন বন্ধ করার ব্যাপকভাবে নিন্দার প্রচেষ্টার পর ক্যাস্টিলোর অপসারণ ও গ্রেপ্তারের পর ডিসেম্বরের শুরুতে অস্থিরতা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে জুলিয়াকাতে নিহত ১২ জনের মধ্যে একজন ১৭ বছর বয়সী। নিকটবর্তী শহর চুকুইটোতে ১৩তম ব্যক্তি মারা গেছেন, যেখানে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করেছিল।
আরও পড়ুন: করোনার ৪র্থ ধাপের জরুরি অবস্থার সময় বাড়িয়েছে পেরু
কাস্টিলোর উত্তরসূরি (তার প্রাক্তন চলমান সঙ্গী দিনা বোলুয়ার্ট) মূলত ২০২৬ সালের জন্য নির্ধারিত প্রেসিডেন্ট ও কংগ্রেসের জন্য ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত এগিয়ে নেয়ার পরিকল্পনাকে সমর্থন করেছেন। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে কি না সে বিষয়ে তিনি বিচার বিভাগীয় তদন্তের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
কিন্তু এই ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত অস্থিরতা প্রশমিত করতে ব্যর্থ হয়েছে। যা বড়দিন ও নববর্ষের ছুটির আশেপাশে সময়ে পেরুর দরিদ্রতম অঞ্চলে অনেকটা জোর করেই পুনরায় শুরু হয়, যেখানে কাস্টিলোর অপ্রথাগত শাসনের প্রতি সমর্থন ছিল সবচেয়ে শক্তিশালী।
সোমবার পেরুর প্রায় ১৩ শতাংশ প্রদেশে দেশব্যাপী বিক্ষোভের খবর পাওয়া গেছে, যার মধ্যে অনেকগুলো রাস্তা অবরোধের কারণে ট্রাকচালকদের বাজারে পণ্য সরবরাহ করা অসম্ভব করে তোলে।
সোমবারের হতাহতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ৩৪ জনে পৌঁছেছে। আরও শতাধিক আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৬
১ বছর আগে
করোনার ৪র্থ ধাপের জরুরি অবস্থার সময় বাড়িয়েছে পেরু
পেরুতে মহামারি করোনার চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার জরুরি অবস্থা সময় বাড়িয়েছে।
আগামী ১ আগস্ট থেকে আরও ২৮ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত হয়েছে।
সরকারি সংবাদপত্র এল পেরুয়ানোর বলা হয় যে করোনার ফলে মানুষের জীবন ও স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন গুরুতর পরিস্থিতির কারণে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।
আরও পড়ুন: পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৬
স্বাস্থ্য মন্ত্রণালয় আট কোটি তিন লাখ ৩৬ হাজার ৭৫৩ জন করোনা টিকা জারি করেছে , এর মধ্যে ৬৮ দশমিক ৬ শতাংশ তৃতীয় ডোজের জন্য এবং ১৭ দশমিক চার শতাংশ চতুর্থ ডোজ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বৃহস্পতিবার পেরুতে ১৪ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশেটিতে এই পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৩ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত এবং দুই লাখ ১৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।
২ বছর আগে
পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। মঙ্গলবার ভোরে রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে গতবারের রানার্সআপ পেরুকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল তিতের শিষ্যরা।
ফাইনাল নিশ্চিত হবার পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চাই। সেখানে আমার অনেক ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জিতবে।’
খেলার প্রথমার্ধেই দৃষ্টিনন্দন ফুটবলের উপহার দিয়েছে ব্রাজিল। ৩৫ মিনিটে অধিনায়ক নেইমারের পাসে পাকুয়েটার গোলে ব্রাজিল এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করলেও হার এড়াতে পারেনি পেরু।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এনিয়ে কোপায় ২১তম বারের মতো ফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপায় শিরোপা জিতেছে নয়বার।
খেলায় বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও প্রাধান্য দেখায়। তাদের নেয়া ১৫ শটের আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পেরু সাতটি শট নিয়ে মাত্র দুটি রাখতে পারে লক্ষ্যে। দু’দলই সমান তিনটি করে কর্নার পায়।
আরও পড়ুন: জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু
কোপার গতবারের ফাইনালে নিজেদের মাঠে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারের আসরের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দুই দলের। ওই লড়াইয়ে ৪-০ গোলে হারিয়েছিল নেইমার-থিয়াগো সিলভারা।
আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে কোপার দশম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।
আরও পড়ুন: টটেনহাম থেকে বহিষ্কার হলেন কোচ মরিনহো
এদিকে আগামীকাল বুধবার কোপার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া পরস্পরের মুখোমুখি হবে।
৩ বছর আগে
পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু
পেরুতে মাইন শ্রমিকদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২৭ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার দেশটির লুকানা প্রদেশে ওই শ্রমিকদের বহনকারী বাসটি রাস্তার বাইরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই শ্রমিকদের বহনকারী বাসটি পাল্লানকাটা স্বর্ণের খনি থেকে আরেকুইপা শহরে দিকে যাচ্চিলো।
আরও পড়ুন: স্ত্রীর পর চলে গেলেন কিংবদন্তী মিলখা সিং
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা হুগো মেজা বলেন, লুকানার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে আহত ও নিহতরা বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে।
আরও পড়ুন: বাইডেন রাজত্বের ১৫০ দিনে ৩০ কোটি টিকার মাইলফলক
লন্ডন ভিত্তিক হকশিল্ড মাইনিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাচ্ছন্ন। আমরা ইতোমধ্যেই ঘটনা তদন্তের ব্যবস্থা নিয়েছি। তবে ঘটনায় শিকার ব্যক্তি এবং তাদের পরিবারকে সহায়তা করাই এখন আমাদের প্রাথমিক কর্তব্য।’
আরও পড়ুন: বিদ্রোহ রুখতে মিয়ানমারে গ্রাম পোড়ালো জান্তা বাহিনী
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
৩ বছর আগে
যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা
দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ সব দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ১২টি দেশ হলো আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং উরুগুয়ে।
সারা দেশে এবং বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে বেবিচক এ বিজ্ঞপ্তি জারি করে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: বিমানের উড়জাহাজের যত্ন নিন, যাত্রীসেবার মান বাড়ান: প্রধানমন্ত্রী
উল্লেখিত দেশগুলো ব্যতীত অন্যান্য দেশ থেকে আসা বিমানবন্দরের ট্রানজিট থেকে প্রস্থানকারী যাত্রীদের নতুন কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। কেননা বিদ্যমান সনদকে বাতিল হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।
তবে কোভিড -১৯ এর কোনো লক্ষণ পাওয়া গেলে তাকে তার নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
বাংলাদেশে পৌঁছাবার পর বাধ্যতামূলকভাবে সকল যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী
কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে যাত্রীকে ছেড়ে দেয়া হবে।
৩ বছর আগে
বিশ্বকাপ বাছাই: পেরুকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা
তরুণ ফুটবলারদের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইয়ে বুধবার পেরুকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
৩ বছর আগে