দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ সব দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ১২টি দেশ হলো আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং উরুগুয়ে।
সারা দেশে এবং বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে বেবিচক এ বিজ্ঞপ্তি জারি করে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: বিমানের উড়জাহাজের যত্ন নিন, যাত্রীসেবার মান বাড়ান: প্রধানমন্ত্রী
উল্লেখিত দেশগুলো ব্যতীত অন্যান্য দেশ থেকে আসা বিমানবন্দরের ট্রানজিট থেকে প্রস্থানকারী যাত্রীদের নতুন কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। কেননা বিদ্যমান সনদকে বাতিল হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।
তবে কোভিড -১৯ এর কোনো লক্ষণ পাওয়া গেলে তাকে তার নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
বাংলাদেশে পৌঁছাবার পর বাধ্যতামূলকভাবে সকল যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী
কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে যাত্রীকে ছেড়ে দেয়া হবে।