প্রীতি ম্যাচ
নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করুন: অধ্যক্ষ ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো প্রহসন দেশবাসী বরদাশত করবে না। সভাসমাবেশ নিষিদ্ধ করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। দেশব্যাপী বিরোধী দল ও মতের গণজাগরণ শুরু হয়েছে। এ গণজাগরণের বিস্ফোরণ ঘটার আগেই সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি।
সোমবার (২৫ ডিসেম্বর) সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উপদেষ্টা পরিষদের সঙ্গে কার্যনির্বাহী পরিষদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের অধীনে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
আরও পড়ুন: একতরফা নির্বাচন বর্জনের আহ্বান গণতন্ত্র মঞ্চের
সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন: উপদেষ্টা পরিষদের সদস্য আহমাদ আবদুল কাইয়ুম, মুফতি ইমাদুদ্দীন, মুফতি আনওয়ার হোসাইন, আহমদ আবদুল কাইয়ুম, আলতাফ হোসাইন, আবদুল আউয়াল, আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, এম এইচ মোস্তফা, মুফতি জিয়াউল আশরাফ, মুফতি আবদুল আহাদ, মুফতি আকতার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ ইউনুছ আহমাদ আরও বলেন, একতরফা পাতানো নির্বাচন হলে দেশে ভয়াবহ সংকট দেখা দেবে। দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। লাখো গার্মেন্টস শ্রমিক কর্ম হারিয়ে ফেলবে। দেশের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা আসবে। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, মাফিয়া সরকারের দেশে একদলীয় বাকশাল কায়েমের স্বপ্ন পূরণ হবে না। ৭ তারিখের নির্বাচন জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ বিরোধী দলকে দমন-পীড়ন করার ষড়যন্ত্র: গণতন্ত্র মঞ্চ
দেশ বাঁচাতে আ.লীগ-বিএনপির কাছে বাংলাদেশ ঐক্য পার্টি’র খোলা চিঠি
১১ মাস আগে
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল
ভারতে আট দেশের ১৪তম দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ '২০২৩-এর আগে নমপেনে ফিফা আন্তর্জাতিক প্রীতি খেলা খেলতে শনিবার বিকালে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশ ১৫ জুন নমপেন জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় কম্বোডিয়ার বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রথম পর্যায়ের প্রীতি ম্যাচ খেলবে এবং ২১ জুন থেকে ৫ জুলাই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ -এ প্রতিদ্বন্দ্বিতা করতে পরের দিন (১৬ জুন) ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে।
৩৪ সদস্যের জাতীয় দলের মধ্যে, ২১ জন খেলোয়ার এবং ১০ জন কর্মকর্তা শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে কম্বোডিয়া যাওয়ার পথে টিজি-৩২২ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করেন এবং সন্ধ্যা ৭টা ৫৫মিনিটে নমপেনে পৌঁছানোর আশা করেন।
দলের বাকি তিন সদস্য - ম্যানেজার শওকত আলী খান জাহাঙ্গীর, দুই খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল বৃহস্পতিবার ভারতীয় ভিসা পাননি, তারা ভারতীয় ভিসা পাওয়া সাপেক্ষে রবিবার বা সোমবার সেখানে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দল কম্বোডিয়ার রাজধানী নমপেন হোটেলে অবস্থান করবে এবং ১২ জুন নমপেনের আর্মি স্টেডিয়ামে বিকাল ৫টায় টিফি আর্মি এফসির বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ: অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের সঙ্গে বি গ্রুপে বাংলাদেশ
শুক্রবার বাফুফে হাউসে একটি প্রি-ট্যুর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ জাভিয়ের ফার্নান্দেজ ক্যাব্রেরা বলেছেন, ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ -এর সেমিফাইনালে খেলা তাদের লক্ষ্য।
পরে তিনি সাত খেলোয়ার টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জোনি, এলেটা কিংসলে, শাহরিয়ার ইমন, রিমন হোসেন, সাজ্জাদ হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণকে বাদ দিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।
বাংলাদেশের সদস্যরা হলেন: আনিসুর রহমান, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, শেখ মোরসালিন (বসুন্ধরা কিংস), সহিদুল আলম সোহেল, ফয়সাল আহমেদ ফাহিম, রহমত মিয়া, সোহেল রানা, আলমগীর মোল্লা, মোহাম্মদ রিদয় (ঢাকা আবাহনী লিমিটেড), মেহেদী হাসান (মোহামেডান এসসি), জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম (শেখ রাসেল কেসি), রবিউল হাসান, ইসা ফয়সাল (পুলিশ এফসি), মজিবর রহমান জনি, মিতুল মারমা, রফিকুল ইসলাম (ফর্টিস এফসি) এবং আমিনুর রহমান সোজিব (মুক্তিযোদ্ধ সংসদ কেসি)।
এর আগে বাংলাদেশ (সাফ) চ্যাম্পিয়নশিপের বি গ্রুপে শীর্ষ বাছাই এবং আমন্ত্রিত লেবানন, দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ও ভুটানের সঙ্গে ড্র করেছে এবং গ্রুপ এ দলে রয়েছে আটবারের চ্যাম্পিয়ন ভারত, আমন্ত্রিত কুয়েত, নেপাল ও পাকিস্তান।
আরও পড়ুন: ফেডারেশন কাপ: ১৪ বছর পর আবাহনীকে হারিয়ে মোহামেডানের শিরোপা জয়
সাফ চ্যাম্পিয়নশিপে, স্বাগতিক ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ২১ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধনী দিনের দুটি ম্যাচের একটিতে খেলবে এবং আমন্ত্রিত কুয়েত বিকাল সাড়ে ৩টায় টায় উদ্বোধনী দিনের অন্য ম্যাচে নেপালের মুখোমুখি হবে।
২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ পরের দিন (২২ জুন) একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় ফেভারিট এবং শীর্ষ বাছাই লেবাননের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।
গত পাঁচটি আসরের মতো গ্রুপ পর্বের বাধা অতিক্রম না করা বাংলাদেশ ২৫ জুন মালদ্বীপের সঙ্গে বিকাল সাড়ে ৩টায় এবং ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ভুটানের সঙ্গে তাদের বাকি গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে।
রাউন্ড-রবিন লিগের ম্যাচের পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল, ১ জুলাই সেমিফাইনালে খেলবে এবং ফাইনালটি ৪ জুলাইয়ের জন্য নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: অবশেষে ইন্টার মায়ামিকে বেছে নিলেন লিওনেল মেসি
১ বছর আগে
ফিফা প্রীতি ম্যাচ: ইন্দোনেশিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশ
দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল ১ জুন (বুধবার) ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচেট স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুং শহরের সি জলাক হারুপাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এর আগে ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ চার ম্যাচে পরাজিত হয়েছে।
১৯৮৫ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশ একবার ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল।
এছাড়া ১৯৮৫ সালের কায়েদ-ই-আজম ট্রফিতে অন্য ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়েছিল।
পড়ুন: অধিনায়কত্ব ছাড়তে চান মুমিনুল
বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল: উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা
২ বছর আগে
আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের হার
ঢাকা, ১১ সেপ্টেম্বর (ইউএনবি)- আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়ের দিনে পেরুর বিপক্ষে হেরে গেছে ব্রাজিল।
৫ বছর আগে