ঢাকা, ১১ সেপ্টেম্বর (ইউএনবি)- আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়ের দিনে পেরুর বিপক্ষে হেরে গেছে ব্রাজিল।
লস এঞ্জেলসে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারায় আসরের রানার্সআপ পেরু। এর মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের পর প্রথম হারের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও দুদলের তীব্র লড়াইয়ে ম্যাচের ৮৫তম মিনিটে ব্রাজিলের জালে একমাত্র গোলটি করেন পেরুর লুইস আব্রাম।
নেইমার, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়োদের নামিয়েও যেখানে শেষরক্ষা করতে পারেনি ব্রাজিল সেখানে তারকাদের ছাড়াই শক্তিশালী মেক্সিকোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।