ভ্রাম্যমান আদালত
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর সাত্তার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার মোস্তফার ছেলে আজিজুল(৪৫), একই এলাকার সাইফুলের ছেলে হেলাল(২৪) ও বাবুপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম(২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বুধবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর সাত্তার ঘাট এলাকায় ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: ফেনীতে মাদক মামলায় পুলিশ-আইনজীবীসহ ১৩ জনের কারাদণ্ড
এ সময় পদ্মা নদী থেকে অবৈধভবে বালু উত্তোলনরত অবস্থায় ট্রাক্টরসহ আজিজুল, হেলাল ও বারিউল ইসলাম নামে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে আজিজুলকে এক বছরের বিনাশ্রম এবং হেলাল ও বারিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শিবগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহায়তা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের ভ্র্যাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ফতুল্লায় শিশু হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড
১ বছর আগে
বাগেরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, ভ্রাম্যমাণ আদালতে ৭৬ জনকে অর্থদণ্ড
বাগেরহাটে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার শহরের বিভিন্ন রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। তবে অলিগলিতে মানুষজনকে অহেতু ঘোরাঘুরি করতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এছাড়া জেলার মোংলায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা টহলে রয়েছে।
শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অপ্রয়োজনে ঘোরাঘুরি, মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালত ৭৬ জনকে অর্থদণ্ড করেছে। এসময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করে।
আরও পড়ুন: করোনা: খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, পুলিশ কয়েকটি টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। জেলার প্রবেশদারে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ নানাভাবে কাজ কারছে।
বাগেরহাটের এনডিসি মোহাম্মদ শাহজাহান জানান, কঠোর বিধিনিষেধ প্রতিপালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য কয়েকটি টিমে ভাগ হয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ ভঙ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা তাদের অর্থদণ্ড করছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে গরু পাচারকারীদের তৎপরতায় করোনা সংক্রমণের আতঙ্ক
৩ বছর আগে
বরিশালে ৩ কোটি টাকার চিংড়ি রেনু জব্দ, ৪ জনকে জরিমানা
বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১ কোটি ৫০ লক্ষ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রুপাতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেনু জব্দ করা হয়।
আরও পড়ুন: ওজন বাড়ানো ও সতেজ রাখতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি!
এই ঘটনায় আটক জাকির, লিটন, রিয়াজ ও টুলুকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: বিগত অর্থবছরে চিংড়ি রপ্তানি বেড়েছে
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ সদর থানার ইনচার্জ এসআই অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশে যাওয়ার খবরে রুপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালে ঢাকা মেট্রো ট -১৬-৭২৭২ ট্রাকটি জব্দ করা হয়।ট্রাক থেকে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
আরও পড়ুন: খুলনাঞ্চলে হিমায়িত চিংড়ির আন্তর্জাতিক বাজার পরিধি কমছে
তিনি বলেন, ট্রাকের সাথে থাকা ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না তাদের সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
৩ বছর আগে
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, দুই কারাখানায় জরিমানা
বগুড়ার কাহালু উপজেলায় লাচ্ছা কারখানায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বগুড়া জেলার কাহালু উপজেলার শেখাহার নামক স্থানে দুটি লাচ্ছা সেমাই কারখানায় অভিযানটি পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও মো. আশরাফুর রহমান।
আরও পড়ুন:স্বাস্থ্যবিধি ভঙ্গ: ঢাদসিকের অভিযানে ১৩ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জানায়, অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লাভস না পরা, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামি বানাতে দেখা যায়।
ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা দায়ের করে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে সিয়াম লাচ্চা সেমাই ১৫ হাজার টাকা, নাইম রিমন লাচ্ছা সেমাই ৬০ হাজার টাকা।
৩ বছর আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩ দিনে ৬ লাখ টাকা জরিমানা
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়নের তৃতীয় দিন আজ শনিবার পর্যন্ত দেশের আট বিভাগে ৪৪২টি ভ্রাম্যমান আদালত এবং তিন হাজার ৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।
৪ বছর আগে
নিষেধাজ্ঞা অমান্য করায় বাগেরহাটে এক মাসে ১১৭৪ জনকে অর্থদণ্ড
করোনা প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় বাগেরহাটে এক মাসে ১ হাজার ১৭৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে